Home / আন্তর্জাতিক / ৪০৫ কেজি ওজনের মাছ বিক্রি হলো ২ কোটি ৭ লক্ষ টাকায়

৪০৫ কেজি ওজনের মাছ বিক্রি হলো ২ কোটি ৭ লক্ষ টাকায়

সবার খবর, আন্তর্জাতিক ডেস্ক: মাছে ভাতে এ-কথা কার না জানা। মাছ নিয়ে বাঙালির শুচিবায়ু ভাবও কম নয়। পদ্মার ইলিশ হাজার টাকা কিলো হওয়ার ফলে কারও কারও পাতেও জোটে না। তাই চোখের শান্তিতেই পেটের শান্তি রাখতে বাধ্য হয় অনেকে। আসলে মাছ নিয়ে বাঙালির অহংকার চিরোদিনেরই।
জাপানের বিখ্যাত মাছ-বাজার সুকিজিতে চলছিল বার্ষিক টুনা মাছের নিলাম। কোটি টাকা দরেও যদি তাদের মাছের লাইনে দাঁড়াতে হয়, কোই বাত নেহি…।
টুনা মাছ
তেমনই ঘটলো, সেই বিখ্যাত বাজারেই ৪০৫ কেজি ওজনের টুনা মাছ বিক্রি হলো ৩ লক্ষ ২৩ হজার মার্কিন ডলারে। যা ভারতীয় মুদ্রায় ২ কোটি ৭ লক্ষ টাকা প্রায়।
Tuna
মাছটি কেনেন অনডেরা(Hiroshi Onodera, the president of LEOC Co. Ltd) নামের এক রেঁস্তোরা ব্যবসায়ী। তিনি টুনা মাছটি কেনার পরে জানান, ‘আমি গত বছর চেষ্টা করেছিলাম নিলামে সব থেকে বড় আকারের মাছটি নেওয়ার জন্যে। পাইনি।
টুনা
সুতরাং এবার মাছটি পেয়ে আমি খুব খুশি’। এই ব্যবসায়ী মাছটি বিক্রি করবেন প্রতি কেজি ৩৬২ মার্কিন ডলারে। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় কেজি প্রতি প্রায় ২৩ হাজার ২৫০ টাকা।
আরও পড়ুন: এই ২০টি দেশে বেড়াতে গেলে কোনো ভিসা লাগবেনা

Check Also

নাজীব তারাকাই

নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে

নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে।সড়ক দূর্ঘটনায় আহত হয়ে এতদিন ধরে কোমায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *