Home / আন্তর্জাতিক / ৫০৮ হিন্দু এবং ৭৫০ মুসলমান রোহিঙ্গা শরনার্থী দেশে ফিরছে

৫০৮ হিন্দু এবং ৭৫০ মুসলমান রোহিঙ্গা শরনার্থী দেশে ফিরছে

সবার খবর, আন্তর্জাতিক ডেস্ক: মায়ানমার সরকার বাংলাদেশকে যে লিস্ট দিয়েছে তারা সবাই এখন বাংলাদেশে শরনার্থী হয়ে বসবাস করছে। দুই দেশের মধ্যে চুক্তির বিনিময়ে প্রথম লিস্ট দেওয়া হলো বাংলাদেশকে। সেই সূচীতে ৫০৮ জন হিন্দু এবং ৭৫০ জন মুসলিম ব্যক্তির নাম রয়েছে। যাদের মায়ানমার সরকার দেশে ফিরিয়ে নিচ্ছে। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মায়ানমারের প্রবক্তা জাতিসংঘে একটি বিবৃতি দিয়েছেন। কিছু দিন আগেই বাংলাদেশ এবং মায়ানমার সারকারের মধ্যে শরনার্থী ফিরিয়ে নেওয়ার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লেখ্য গত বছর ২৫ আগষ্ট থেকে রোহিঙ্গা নিধন কর্মসূচী চালায় মায়ানমারের সেনা বাহিনী।
রোহিঙ্গা
ফলে প্রায় সাত থেকে নয় লক্ষ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। এই হত্যা যজ্ঞ ইতিহাসের একটি কলঙ্ক জনক অধ্যায় বলে আখ্যায়িত করে পৃথিবীর সকল দেশ। এবং মায়ানমারের ওপর চাপ প্রয়োগ করতে থাকে জাতিসংঘ। ফলশ্রুতিতে রোহিঙ্গাদের আজকে এই ঘরে ফেরা।
আরও পড়ুন: মায়ানমারের সেনা প্রধান ও সুঁকির উপর মামলা??

Check Also

নাজীব তারাকাই

নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে

নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে।সড়ক দূর্ঘটনায় আহত হয়ে এতদিন ধরে কোমায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *