Home / জাতীয় / আপের চাপ বাড়াল রাষ্ট্রপতি । ২০ জন বিধায়ক সাসপেন্ড

আপের চাপ বাড়াল রাষ্ট্রপতি । ২০ জন বিধায়ক সাসপেন্ড

সবার খবর, নিউজ ডেস্ক: গত কয়েক দিন আগেই অরবিন্দ কেজরিওয়ালের ২০ জন বিধায়ককে সাসপেন্ড করার জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠিয়েছিলেন নির্বাচন কমিশন। এবং সম্মতি আদায়ের শেষ সিলমোহরটি মেরে আনলেন রামনাথ কোবিন্দের কাছ থেকে। ফলে ছোটোখাটো একটি বিধানসভা নির্বাচনের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন দিল্লির জনগণ। যদিও আম আদমি পার্টির তরফে আগেই সাসপেনসানের বিরুদ্ধে হাইকোর্টে একটি মামলা করা হয়েছে। ২০ জন বিধায়ককের ওপরে অভিযোগ তারা সরকারের লাভজনক সংসদীয় সচিবের পদ ব‍্যবহার করেছেন।
এদিকে কংগ্রেসের অজয় মাকেন বলেছেন, রাষ্ট্রপতির সিদ্ধান্ত সঠিক এবং আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আগে এই সিদ্ধান্ত নিলে ২০ জন বিধায়ক রাজ‍্যসভার সাংসদ নির্বাচিত করতে পারতেন না।এমন সিদ্ধান্ত দেরিতে নেওয়ার জন্য বিজেপিকে এক হাত নিয়েছেন এই কংগ্ৰেস প্রবক্তা। বিজেপিও রাষ্ট্রপতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
আরও পড়ুন: ২০ বিধায়কের পদ খারিজ ! কেজরির পাশে মমতা

Check Also

কুমিল্লায় ধর্ষণ

শিক্ষকের ধর্ষণে মা ৭ম শ্রেনির ছাত্রী, চাচার ধর্ষণে মা ভাতিজি

কুমিল্লায় ধর্ষণ – শিক্ষক কিংবা নিকট আত্মীয় কারো কাছেই কি নিরাপত্তা নয় নারীরা?কুমিল্লার চৌদ্দগ্রামে কোচিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *