Home / শরীর স্বাস্থ্য / ফিমেল কন্ডোম ব্যবহার করা আবশ্যিক কেনো? জেনে নিন

ফিমেল কন্ডোম ব্যবহার করা আবশ্যিক কেনো? জেনে নিন

সবার খবর, হেল্থ ডেস্ক: ফিমেল কন্ডোম । গত এক দশক ধরে কন্ডোমের ব্যবহার বিপুল পরিমাণে বেড়ে গেছে গোটা পৃথিবীতে। পুরুষদের জন্য যেমন আছে মেল কন্ডোম। ঠিক তেমনই মহিলাদের জন্য আছে ফিমেল কন্ডোম। কন্ডোম প্রস্তুতকারী সংস্থাগুলো জানাচ্ছে, পুরুষদের পাশাপাশি মহিলারাও কন্ডোম বেশি পরিমাণে ব্যবহার করছেন। ফলে ফিমেল কন্ডোম বেশি পরিমাণে আমাদেরকে উৎপাদন করতে হচ্ছে। পাশাপাশি তারা আরও জানাচ্ছে, ফিমেল কন্ডোম একমাত্র শিক্ষিত মহিলারাই ইউজ করছেন। এখনও তেমন ভাবে গ্রাম অঞ্চলে এর বিস্তার লাভ করেনি।
কন্ডোম
আজকে ফিমেল কন্ডোমের ব্যাপারে কিছু অজানা কথা জেনে নেওয়া যাক-
১. ৭ এপ্রিল ২০০৬ সালে ফিমেল কন্ডোমের আবিস্কার ভারতে হয়েছিল। এর দাম ১৫০ টাকা। এক প্যাকেটে তিনটি ফিমেল কন্ডোম থাকে।
২. পুরুষের কন্ডোমের চাইতেও পাতলা হয় ফিমেল কন্ডোম। পুরুষের কন্ডমের চাইতেও ২০% এইচআইভি-এর ঝুঁকি কমিয়ে দেয় ফিমেল কন্ডোম।
৩. ফিমেল কন্ডোম বানানো মাত্র ২ টি কম্পানি ভারতে আছে। একটি কম্পানি ২০০৬ সালে তৈরি আর একটি ২০০৯ সালে।
ফিমেল কন্ডোমের ব্যবহার
৪. এর ব্যবহারের ফলে যৌন রোগ হওয়ার সম্ভবনা নেই বললেই চলে। কন্ডোম পাতলা হওয়ার কারণে মিলনের সময় যুগলেরা স্বাচ্ছন্দ্য বোধ করে।
৫. ভারতে ০.১০% মহিলা, বাংলাদেশে ০.২% মহিলা এবং দক্ষিণ আফ্রিকা ও আমেরিকাতে ৫০% মহিলা ফিমেল কন্ডোম ইউজ করে।
৬. ব্যবহারের সময় ছেড়া ফাটার কোনো ভয় নেই কারণ ফিমেল কন্ডোম খুবই শক্তিশালি।
আরও পড়ুন: দেখুন অকল্পনীয় কিছু ছবি! ৮ নম্বরটা দেখলে অবাক হয়ে যাবেন

Check Also

পিঠে ব্যথার সমাধান

খুব সহজেই পিঠে ব্যথার সমাধান পাবেন এই কাজগুলি করলে

সবার খবর হেল্থ ডেস্ক:আমরা কোনো না কোনো সময় পিঠে ব্যথার সমাধান খুঁজেছি। কারণ যেকোনো মানুষের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *