Home / আন্তর্জাতিক / বিরিয়ানি খেতে প্রায় দেড় কিলোমিটার লাইন

বিরিয়ানি খেতে প্রায় দেড় কিলোমিটার লাইন

বিরিয়ানি খেতে প্রায় দেড় কিলোমিটার লাইনঃ লকডাউন শেষ মানেই যেন চলে গেছে করোনার প্রকোপ।একদল বিরিয়ানি প্রেমিরা মনে হয় তাই মনে করেছেন।তা না হলে কি লক ডাউন উঠতে না উঠতেই বিরিয়ানি খেতে দেড় কিলোমিটার লম্বা লাইন ধরতো তারা।

এমনটাই ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে যা বিরিয়ানি খেতে লম্বা লাইনের রেকর্ডও বটে।বিরিয়ানি প্রেমিদের কাছে করোনা যেন কিছুই নয়।তাই তো করোনা প্রকোপের মধ্যেই প্রায় দেড় কিলোমিটার লম্বা লাইন ধরে বিশ্ব রেকর্ড করলো একদল বিরিয়ানি প্রেমি।

ভারতের বেঙ্গালুরুর সিটি সেন্টারে একটি বিরিয়ানির দোকান লকডাউন থাকায় দীর্ঘদিন বন্ধ ছিলো।তাই নির্দেশ তুলে নেওয়ার প্রথম দিনই দোকান খুলতেই ঝাঁপিয়ে পড়লো শতাধিক বিরিয়ানি প্রেমি।তারা শারীরিক দূরত্বের ধার না ধরেই দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে যায়।এক এক করে দাঁড়াতে দাঁড়াতে হয়ে যায় প্রায় দেড় কিলোমিটার।

এই দোকানে বহু দূর থেকে বিরিয়ানি খেতে আসে কিন্তু বর্তমানে এই দোকানে বিরিয়ানি খেতে হলে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করতে হবে।এমনকি চলে যেতে পারে দিনের অর্ধেক সময়।

আরো পড়ুনঃ রান্নার রেসিপি

আপনার বিরিয়ানি প্রেমী বন্ধুকে ফেসবুক কিংবা অন্য সোস্যাল মিডিয়াতে ম্যানশন করে জানিয়ে দিন বিরিয়ানি প্রেমিরা এমনই হয়।

Check Also

নাজীব তারাকাই

নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে

নাজীব তারাকাই মাত্র ২৯ বছর বয়সে না ফেরার দেশে।সড়ক দূর্ঘটনায় আহত হয়ে এতদিন ধরে কোমায় …