Home / খেলার খবর / মহেন্দ্র সিং ধোনি কত বছর পর অর্ধশত রান করলেন জানেন কি?

মহেন্দ্র সিং ধোনি কত বছর পর অর্ধশত রান করলেন জানেন কি?

সবার খবর, স্পোর্টস ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি । যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভারতের ক্রিকেট ইতিহাসে। মহেন্দ্র সি ধোনির পরিসংখ্যান সব সময়ই তার দিক থেকেই কথা বলে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পুরোনো ধোনিকে যেন খুঁজে পাওয়াই দুষ্কর। শেষ পঞ্চাশ রান কবে করেছিলেন বলতে পারবেন? ঠিক মনে করতে পারছেন না তো? উত্তর জানার পর আশ্চর্য হলেও হতে পারেন। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ২০১৭, ডিসেম্বর মাসে শেষ হাফ সেঞ্চুরি করেন। এর মধ্যে কেটে গেছে একটি বছর কিন্তু তাকে কোন
ধোনি
আন্তর্জাতিক ম্যাচে অর্ধশত রানের ইনিংস খেলতে দেখা যায়নি। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে কোনরকমে অর্ধশত রানের খরা কাটিয়ে উঠলেন মহেন্দ্র সিং ধোনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল যখন ধুঁকছে ঠিক সেই সময় ৮৭ বলে ধীর গতির ৬৫ রানের একটি ইনিংস দেখতে পাওয়া গেল। এটি ছিল মহেন্দ্র সিং ধোনির ৬৮তম ওয়ানডে হাফ সেঞ্চুরি। চার ওভারের মধ্যেই শিখর ধাওয়ান, বিরাট কোহলি ও অম্বতি রাইডুর মত ব্যাটসম্যানরা সাজঘরে ফিরে যান। ফলে মহেন্দ্র সিং ধোনিকে রোহিত শর্মার সঙ্গে চতুর্থ উইকেটে জুটি বাঁধতে হয়। ১৩৭ রানের পার্টনারশিপ ছিল তাদের। কিন্তু ধোনির ব্যাট থেকে যেটি সকলে দেখতে চাই সেটি হলো তার ম্যাচ উইনিং রান। ধোনিকে বলা হয় ‘বেস্ট ফিনিশার ইন দা ওয়ার্ল্ড’। এই বাক্যটির সঙ্গে সুবিচার করতে পারলেন না তিনি। ধোনি যেন অনেক পথ হেঁটে ক্লান্ত পথিক এখন!
মহেন্দ্র সিং ধোনি
এখন সকলের মনে একটাই প্রশ্ন এই ধোনি কি বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবে?
Read More: পৃথিবীর সবচাইতে বড় ক্রিকেট স্টেডিয়াম তৈরি হচ্ছে ভারতে

Check Also

Bangladesh VS New Zealand 2021

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত নিউজিল্যান্ডের

Bangladesh VS New Zealand 2021 Cricket Match: আগামী বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে …