Home / খেলার খবর / শিখর ধাওয়ানের জন্যে দুঃসংবাদ! বেতন কমিয়ে দিল বিসিসিআই

শিখর ধাওয়ানের জন্যে দুঃসংবাদ! বেতন কমিয়ে দিল বিসিসিআই

সবার খবর, স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ২০১৯-২০২০ জন্যে বিরাট কোহলিদের নতুন কন্ট্রাক্ট ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুসারে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে তিন জন ক্রিকেটার রাখা যাবে। ‘এ প্লাস’ ক্যাটাগরিতে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, সহ-অধিনায়ক রোহিত শর্মা এবং ফাস্ট বোলার জাসপ্রীত বুমরাহ। অপরদিকে খারাপ ফর্মের জন্যে শিখর ধাওয়ান ও ভুবেনশ্বর কুমারকে ‘এ প্লাস’ ক্যাটাগরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য শিখর ধাওয়ানের ফর্ম গত একবছর যাবৎ তলানিতে গিয়ে ঠেকেছে। এছাড়া ভুবেনশ্বর কুমারও নিয়মিতভাবে ভালো বল করতে পারছে না। খুশির খবর আছে রিষব পান্তের জন্যে। তাকে বিসিসিআই ‘এ’ ক্যাটাগরিতে রেখেছে।
রিশভ পান্ত
রিষব পান্ত টেস্ট, ওয়ানডে ও টি-২০ সকল ফর্মাটেই রান পাচ্ছেন। ধোনির পর একজন ভালো উইকেট কিপারের জন্যে খোঁজ করছিল বিসিসিআই। তা রিষব পান্ত অনেকটাই পুরণ করতে পারবে বলে মত বিশেষজ্ঞদের।

নতুন চুক্তির তালিকা বিসসিআই ঘোষণা করলো

এ + গ্রেড- বিরাট কোহলি (ক্যাপ্টেন), রোহিত শর্মা (ভাইস ক্যাপ্টেন), জাসপ্রীত বুমরাহ। প্রত্যেক খেলোয়াড় বিসিসিআই-এর থেকে পাবেন বছরে সাত কোটি টাকা করে।
এ গ্রেড – মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান, রিষব পান্ত, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি। এরা প্রত্যেকে পাবেন বছরে পাঁচ কোটি টাকা।
বি গ্রেড – হার্দিক পান্ডিয়া, কেএল রাহুল, উমেশ যাদব, ষুবেন্দ্র চাহাল। এই ক্রিকেটাররা বছরে পাবেন তিন কোটি টাকা করে।
সি গ্রেড – কেদার যাদব, দিনেশ কার্তিক, অম্বতি রাইডু, মনিশ পান্ডে, হনুমান বিহারী, খলিল আহমেদ, ঋদ্বিমান সাহা। এরা প্রত্যেকে বছরে পাবেন ১ কোটি টাকা করে।
রোহিত শর্মা
এছাড়াও মহিলা ক্রিকেট দলের জন্যেও নতুন বেতন তালিকা ঘোষণা করেছে বিসিসিআই। মিতালী রাজ, হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্দনা এবং পুনম যাদবকে ‘এ’ বিভাগ ক্যাটাগরিতে রাখা হয়েছে। ‘বি’ বিভাগ ক্যাটাগরিতে আছেন- একতা বিষ্ট, ঝুলন গোস্বামি, শিখা পান্ডে, দিপ্তী শর্মা, জেমিমাহ। তাছাড়াও সি ক্যাটাগরিতে আছেন- রাধা যাদব, হেমলতা, অনুজা পাটিল, বি কৃষ্ণমূর্তি, মানষি জোসী, পুনম রাউত, মোনা, অরুন্ধতী রেড্ডি, রাজেশ্বরী, তানিয়া ভাটিয়া, পূজা। ‘এ’ গ্রেডের মহিলা ক্রিকেটাররা পাবেন বছরে ৫০ লক্ষ টাকা। ‘বি’ গ্রেডের মহিলা ক্রিকেটাররা বছরে পাবেন ৩০ লক্ষ টাকা। তাছাড়াও ‘সি’ গ্রেডের তালিকাভুক্ত মহিলা ক্রিকেটাররা পাবেন বছরে ১০ লক্ষ টাকা করে।
Read More: আইপিএল উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত! ওই টাকা দেওয়া হবে নিহত সিরিপিএফ জওয়ানদের পরিবারের হাতে

Check Also

Bangladesh VS New Zealand 2021

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত নিউজিল্যান্ডের

Bangladesh VS New Zealand 2021 Cricket Match: আগামী বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে …