২০২১ সালের হজ কেমন হবে – আশার আলো দেখছেন বাংলাদেশের মুসল্লিরা – হজ নিয়ে সৌদি সরকারের সিদ্ধান্তের অপেক্ষাই বাংলাদেশ। হজ করতে করোনার টিকা বাধ্যতামূলক করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তাই নিজেদের মত প্রস্তুতি নিতে শুরু করেছেন হজ সংশ্লিষ্টরা।
২০২১ সালের হজ কেমন হবে
তবে ৪০ কম বয়সের টিকা দেওয়া নিয়ে জটিলতা রয়েছে কিছুটা। ধর্ম প্রতিমন্ত্রী জানান সিদ্ধান্ত চূড়ান্ত হলে ভ্যাকসিন পাবেন সব ধরণের হজ যাত্রীরা। হাব সভাপতি জানিয়েছেন নিবন্ধিতদের টিকা নিশ্চিতে কাজ করছে এজেন্সিগুলো।
প্রতিদিন এই ধরণের খবর পেতে ভিজিট করুনঃ সবার খবর
করনো মহামারির কারনে গতবছর খুব অল্প সংখ্যক মুসল্লি হজ পালনের সুযোগ পেয়েছেন। সম্প্রতি দেশে দেশে টিকা দেওয়া শুরু হয়েছে পরিবর্তন এসেছে সামগ্রিক করোনা ব্যবস্থাপনায়। তাই হজ নিয়ে নতুন করে ভাবছে সৌদি সরকার। ঘোষনা দিয়েছে এবার হজের জন্য করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক।
তবে এনিয়ে সৌদি সরকারের সাথে এখনো আনুষ্ঠানিক কোন আলোচনা হয়নি বাংলাদেশের।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এর পক্ষ থেকে ভ্যাকসিন সংক্রান্তের পত হজ নিয়ে আশার আলো দেখছেন দেশের মুসল্লিরা। নিবন্ধিতদের মধ্যে যাদের বয়স ৪০ এর উপরে সহজেই টিকা পাবেন তারা। হাব সভাপতি জানিয়েছেন হজ যাত্রীদের টিকা নিশ্চিত করার বিষয়ে কাজ করছেন তারা।