সবার খবর,বিনোদন ডেস্ক: সুপারস্টার অক্ষয় কুমার ও রজনীকান্তের বহু প্রতীক্ষিত সিনেমা টু পয়েন্ট জিরো(2.0)-এর টিজার লঞ্চ হলো আজকেই। উল্লেখ্য ঐশ্বর্য রাই এবং রজনীকান্ত ২০১০ সালে ‘রোবট’ নামের একটি অন্যরকম সিনেমা ইন্ডাস্ট্রিতে বেশ সাড়া জাগিয়েছিল। ওই ছবিতে প্রাক্তন বিশ্ব-সুন্দরী ঐশ্বর্য রাই ও রজনীকান্তের অভিনয় আলোচনার বিষয় হয়ে উঠেছিল সেই সময়। রোবট-এরই দ্বিতীয় পার্ট টু পয়েন্ট জিরো। এবার এই সিনেমায় অক্ষয় কুমার ও রজনীকান্ত ছাড়াও অ্যামি জ্যাকসন অভিনয় করেছেন।
29 শে নভেম্বর থেকে 2.0 সিনেমাটি ভারতবর্ষের অনেক প্রেক্ষাগৃহে দর্শকরা উপভোগ করতে পারবেন। যদিও সিনেমাটি গত বছর দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু কিছু টেকনিক্যাল কারণের জন্যে টু পয়েন্ট জিরো সিনেমাটি মুক্তি পেতে বিলম্বিত হয়েছে বলে জানা যাচ্ছে। দর্শকদের মনে সকল আশঙ্কা দূর করে এখন সিনেমাটি মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে। উল্লেখ্য যে, এখন পর্যন্ত টু পয়েন্ট জিরো সিনেমাটি ভারতবর্ষের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছে 544 কোটি টাকা। ছবিটির সকল কলাকুশলী ও সিনে বিশেষজ্ঞরা মনে করছেন, 2.0 সিনেমাটি একটি ভালো ব্যবসা করবে।
আরও পড়ুন: এবার নিজের স্তন নিয়ে খোলাখুলি দীপিকা পাডুকোন
Check Also
Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে
সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …