Breaking News
Home / খেলার খবর / রোহিত শর্মা বললেন এই প্লেয়ার খেললে ম্যাচ এভাবে হারতে হতো না

রোহিত শর্মা বললেন এই প্লেয়ার খেললে ম্যাচ এভাবে হারতে হতো না

টীম ইন্ডিয়া এবং শ্রীলংঙ্কার মধ্যে প্রথম ওয়ানডেতে লজ্জাজনক হারের মুখোমুখি হয়েছিলো ভারত । হারার পর অনেক ধরণের প্রশ্ন উঠতে শুরু করেছে । রোহিত শর্মা রাহানেকে দলে না নেওয়ার জন্যে বিশেষজ্ঞরা রোহিতকে এক হাত নিয়েছেন ।


virat & sachin

তিন ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে ধর্মশালার উইকেট সবুজ ঘাসে মোড়া ছিলো । ভারতের টপ-অর্ডার ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে সেই সবুজ পিচে । ফলে সহজেই ম্যাচটি শ্রীলঙ্কা জিতে নেয় ।
পরে প্রেস কনফারেন্স করতে এসে রোহিত জানাই টীম ইন্ডিয়ার একাদশে রাহানেকে রাখা উচিত ছিলো । কিন্তু তার পরেই তিনি জানান রাহানে যেহেতু ওপেনার তাই তার ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে চাইনি কারন ব্যাটিং অর্ডারে বার বার পরিবর্তন করলে মানসিকতায় বিরুপ প্রভাব পড়ে ।
ভারতের টীম ম্যানেজমেন্ট চাইছে বিদেশ সফরের আগে উদিয়মান প্লেয়ারদের প্রথম একাদশে রাখতে ।

Check Also

৩৬০ ডিগ্রী বোলার

৩৬০ ডিগ্রী বোলিং অ্যাকশন নিয়ে চুড়ান্ত বিতর্ক। ব্যাটসম্যান কেনো সুইচ হিট মারে?

সবার খবর, স্পোর্টস ডেস্ক: সম্প্রতি সিকে নাইডু ট্রফিতে ইউপির বাঁহাতি স্পিনার শিবা সিং ৩৬০ ডিগ্রী …