Breaking News
Home / খেলার খবর / ৪ মাস থেকে অনুষ্কা শর্মার জন্যে খুজছিলো ওয়েডিং রিং দাম শুনে চমকে যাবেন ।

৪ মাস থেকে অনুষ্কা শর্মার জন্যে খুজছিলো ওয়েডিং রিং দাম শুনে চমকে যাবেন ।

সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বিরাট আর অনুষ্কার চার হাত এক হলো । দু জনের মধ্যে গভীর সম্পর্ক কয়েক বছর থেকে দেখে আসছি । কেউ বিয়ের কথা জানতো না , যখন এয়ারপোর্টে তাদের পরিবারের পন্ডিত কে দেখা যায় তখন জল্পনা বাড়তে থাকে ।

anushka virat

দুজনকে এক সঙ্গে খুব সুন্দর লাগে এতে কোনো সন্দেহ নাই এবং একে অপরকে খুবই ভালোবাসে । তাই বিরাট কোহলি এই সুন্দর সময়কে খাস করতে কোনো ফাক রাখেননি ।

virat wedding

হ্যা বিরাট চার মাস বিভিন্ন দেশ খোজার পর অনুষ্কার জন্যে ওয়েডিং রিং কিনেছিলো অস্ট্রীয়া থেকে । এর দাম প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা । এই রিংটির বিশেষ বৈশিষ্ট্য হলো প্রত্যেকটি অ্যাঙ্গেল থেকে একই রকম লাগে দেখতে । আপনি একবার দেখলে চোখ ফেরাতে পারবেন না ।
ইটালি থেকে দুজনেই খুব তাড়াতাড়ি দেশে ফিরবে ।

আরও পড়ুন: রোহিত শর্মা বললেন এই প্লেয়ার খেললে ম্যাচ এভাবে হারতে হতো না

Check Also

জাতীয় ক্রিকেট দলের কোচ

আইপিএল উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত! ওই টাকা দেওয়া হবে নিহত সিরিপিএফ জওয়ানদের পরিবারের হাতে

সবার খবর, ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসনিক সভাপতি বিনোদ রায় জানিয়েছেন, এবছরের আইপিএল উদ্বোধনী …