Breaking News
Home / খেলার খবর / ৪ মাস থেকে অনুষ্কা শর্মার জন্যে খুজছিলো ওয়েডিং রিং দাম শুনে চমকে যাবেন ।

৪ মাস থেকে অনুষ্কা শর্মার জন্যে খুজছিলো ওয়েডিং রিং দাম শুনে চমকে যাবেন ।

সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বিরাট আর অনুষ্কার চার হাত এক হলো । দু জনের মধ্যে গভীর সম্পর্ক কয়েক বছর থেকে দেখে আসছি । কেউ বিয়ের কথা জানতো না , যখন এয়ারপোর্টে তাদের পরিবারের পন্ডিত কে দেখা যায় তখন জল্পনা বাড়তে থাকে ।

anushka virat

দুজনকে এক সঙ্গে খুব সুন্দর লাগে এতে কোনো সন্দেহ নাই এবং একে অপরকে খুবই ভালোবাসে । তাই বিরাট কোহলি এই সুন্দর সময়কে খাস করতে কোনো ফাক রাখেননি ।

virat wedding

হ্যা বিরাট চার মাস বিভিন্ন দেশ খোজার পর অনুষ্কার জন্যে ওয়েডিং রিং কিনেছিলো অস্ট্রীয়া থেকে । এর দাম প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা । এই রিংটির বিশেষ বৈশিষ্ট্য হলো প্রত্যেকটি অ্যাঙ্গেল থেকে একই রকম লাগে দেখতে । আপনি একবার দেখলে চোখ ফেরাতে পারবেন না ।
ইটালি থেকে দুজনেই খুব তাড়াতাড়ি দেশে ফিরবে ।

আরও পড়ুন: রোহিত শর্মা বললেন এই প্লেয়ার খেললে ম্যাচ এভাবে হারতে হতো না

Check Also

রোনাল্ডোর খরচ

ধর্ষণের কিণারা করতে রোনাল্ডোর ডিএনএ টেস্ট

সবার খবর, স্পোর্টস ডেস্ক: মাঠে তার দুই পা দিয়ে যেন শিল্পের ফুলঝুরি ফোটে কিন্তু সেই …