Breaking News
Home / খেলার খবর / ঘরে ফিরলো বিরাট অনুষ্কা, সোস্যাল মিডিয়াতে ছবি ভাইরাল!!!

ঘরে ফিরলো বিরাট অনুষ্কা, সোস্যাল মিডিয়াতে ছবি ভাইরাল!!!

বলিউডের নায়েকা অনুষ্কা এবং বিরাট কোহলি হানিমুন সারার পর দেশে ফিরলো । দুজনেই রোমে ছিলো এবং বরফের উপর দাড়িয়ে কিছু ছবিও পোস্ট করে দুজনে , যার জেরে ছবি সোস্যাল মিডিয়াতে খুব শেয়ার হয়েছিলো । দিল্লিতে পা রেখেই দুজনেই রিসেপসানের জন্য খুব ব্যাস্ততার মধ্যে আছে ।
সূত্র মোতাবেক বিরাট অনুষ্কার রিসেপসান পার্টিতে বলিউড এবং ক্রিকেট জগতের বড়ো বড়ো তারকাদের উপস্থিতি থাকবে । কারণ বিয়েতে কেবল মাত্র দুজনের পরিবার উপস্থিত ছিলো এখন তাই কাউকেই বাদ দিতে চান না । সকলের কাছে ইনভাইট পৌছে গেছে ইতিমধ্যেই বলে খবর ।
anuska
উল্লেখ থাকে যে বিরাট এবং অনুষ্কা ইতিমধ্যেই বিয়ে সেরে ফেলেছেন ইটালিতে ।
ইটালিতে বিয়ে করার জন্য বিজেপির এক এমএলএ দেশ ভক্তির পাঠও পড়ান বিরাটকে। যদিও সেই বক্তব্য গোটা দেশে সমালোচিত হয় ।
আরও পড়ুন: বিয়ের পর অনুষ্কা শর্মার বাথরুম ভিডিও ভাইরাল !

Check Also

IND Vs Aus: ম্যান অব দ্য সিরিজের পুরস্কার নিতে গিয়ে যা বললেন ধোনি

সবার খবর, ওয়েব ডেস্ক: ভারতীয় দল অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়ে ৭০ বছর পর …