Home / জাতীয় / আজ বড়োদিনে মাতলো কোলকাতা

আজ বড়োদিনে মাতলো কোলকাতা

সমগ্র বিশ্ব ফেসটিভ মুডে। আজ ক্রিসমাস ইভ্‌। ভারতবর্ষের অন্যান্য শহর গুলির মতো কোলকাতাও মেতে উঠেছে প্রভু যীসুর জন্মদিন উপলক্ষ্যে । সেজে উঠেছে কোলকাতার সেন্ট পল ক্যাথিড্রাল সহ শহরের অন্যান্য চার্চগুলিও । আলোর রোশনায় ভাসছে কোলকাতা । প্রতিবারের মতো এ্যালেন পার্ক এবারও সে নিজস্ব ভঙ্গিতেই ।
রাত্রি ১২ টা বাজতে বাজতেই শীত উপেক্ষা করে শহর কোলকাতা ইতিমধ্যেই পথে নামতে শুরু করেছেন । এই মুহুর্তে কোলকাতার আইকন হয়ে উঠেছে পার্ক স্ট্রিট । জাতি ধর্ম বয়স নির্বিশেষে মানুষ আজ পথে নেমেছেন।
আরও পড়ুন: তাহলে বিয়ের পিঁড়িতে এবার কি প্রিয়াঙ্কা?

Check Also

মিঠুন

মহান অভিনেতা মিঠুন চক্রবর্তী গুরুতর অসুস্থ

সবার খবর, ওয়েব ডেস্ক: মনে হচ্ছে ইদানিং বলিউডের ওপর নজর লেগে গেছে। শ্রীদেবির মৃত্যুর পর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *