Home / জাতীয় / পদ্মাবত নিয়ে বিজেপির মুখ পুড়লো সামনে এলো ভয়ানক ভিডিও

পদ্মাবত নিয়ে বিজেপির মুখ পুড়লো সামনে এলো ভয়ানক ভিডিও

সবার খবর, নিউজ ডেস্ক: বুধবার যারা ইংরেজি খবরের চ্যানেলয়ে চোখ রেখেছিলেন তারা হয়তো নিশ্চয় দেখেছেন অর্ণব গোস্বামির রিপাবলিক টিভিতে সম্প্রচারিত হওয়া এই স্টিং অপারেশানটি। যে স্টিং অপারেশনটিতে মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক এবং মহারাষ্ট্র বিধানসভার মুখ্য সচেতক রাজ পুরহিত কবুল করলেন, সরকার করণী সেনাকে ছেড়ে রেখেছে। যাতে রাজস্থানে ভোটে জিততে পারে বিজেপি। স্টিং-এ এই বিজেপির বিধায়ক বলেন, ‘সরকার করণী সেনার লোকজনদের গায়ে হাত দিবেনা। যদি যানবাহন জলে জলুক’।
উল্লেখ্য চার রাজ্য বাদ দিয়ে পদ্মাবত সারা দেশেই মুক্তি পেয়েছে গত ২৫ তারিখ। যদিও পদ্মাবতকে বিরধের সামনে পড়তে হচ্ছে। করনী সেনা কোথাও বাচ্চা ভর্তি বাসে ইট-পাটকেল ঝুড়েছে আবার কোথাও তলোওয়ার উচিয়ে হাঙ্গামা করেছে।


স্টিং অপারেশনের সময় এই বিজেপি বিধায়ক সাংবাদিককে বলেন, ‘কোনো কোনো সময় কিছু জিনিস ফ্যাশানেব্‌ল হয়ে যায়। ছয় মাস আগে কে জানত এই করণী সেনাকে? কিন্তু তারা বিষয়টি তুলে ধরেছে। ২৪-২৫ জন রাজপুত বিধায়ক কেউ তাদের সাথে ছিলেন না। যখন হিংসার সাথে আবেগকে যোগ করা যায়…আপনি নিশ্চয় বুঝতে পারছেন কি বলতে চাইছি? আবেগের আগে সব কারণ ধুয়ে মুছে গেছে। এটি রাজনীতি। আমার নাম দিয়ে এইসব কথা ছাপবেন না।’


স্টিং অপারেশনের তৃতীয় ভাগে আরও ভয়ানক কথা তিনি বলেছেন। ‘বিজেপির উপায় নাই। এটি সমর্থনের প্রশ্ন নয়। এটিই জরুরী ছিল বিজেপির কাছে। এছাড়া বিজেপির কাছে কোনো বিকল্প ছিল না। উচ্চ স্তরে হিন্দুরা এদের সমর্থন করছে। কেনো তারা সমর্থন করছে? ভগবানকে অপমান করার জন্য?’


স্টিং অপারেশনের শেষভাগে সাংবাদিক প্রশ্ন করেন, এর ফলে কি রাজস্থানের নির্বাচনে প্রভাব পড়বে? ‘বিধায়ক বলেন, অবশ্যই। এরা বিজেপির সাথেই থাকবে। কারণ এটি একটি ধর্মের বিষয় হয়ে দাড়িয়েছে। এটি দক্ষিনপন্থী চিন্তাধারার সাথে মিল খায়। বিজেপির চিন্তাধারাও দক্ষিনপন্থী।’


এবছরই ছত্তীষগড়, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রীপুরা এবং রাজস্থানে ভোট হবে। ত্রিপুরাতে ভোট হবে ১৮ ফেব্রুয়ারি আর মেঘালয় এবং নাগাল্যান্ডে ভোট ২৭ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: কর্মীদের উদ্দেশ্যে অনুব্রত মণ্ডলের নতুন নির্দেশ

Check Also

গ্যাসের দাম

মোদির উপহার: প্রতিটি গ্যাস সিলিন্ডারের দাম কমলো ১০০ টাকা

সবার খবর, ওয়েব ডেস্ক: দ্বিতীয় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথমবার বার পূর্ণ বাজেট পেশ …