Home / বিনোদন / বাংলাদেশের ছবিতে কার বিপরীতে অভিনয় করবেন নুশরত

বাংলাদেশের ছবিতে কার বিপরীতে অভিনয় করবেন নুশরত

সবার খবর, বিনোদন ডেস্ক: বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্টিতে এর আগেও বহু টলিউড অভিনেতা ও অভিনেত্রী কাজ করেছে। দুই প্রতিবেশী বন্ধু দেশের সিনেমা প্রীতির কথা কারও অজানা না। সম্প্রতি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রীতে টলিউড অভিনেত্রী নুসরত জাহানের কাজ করার কথা জানা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় (এক ফেসবুক লাইভ-এ) এমনটাই জানিয়েছেন বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী। চঞ্চল আরও জানান ওখানে, আপাতত প্রথমিক কথাবার্তা হয়েছে ছবি নিয়ে পরিচালক গোলাম সোহরাব দোদুলের সঙ্গে।
নুশরাত
সব ঠিকঠাক থাকলে গোলাম সোহরাব দোদুলের ছবিতে নুশরত ও চঞ্চল জুটিকে খুব শীঘ্র-ই দু-দেশের দর্শক দেখতে পাবেন।
আরও পড়ুন: Hate Story 4 ছবির এই গানটি আগে হিট গান ছিল। দেখুন ভিডিও

Check Also

অ্যাডাল্ট স্টার

এই অ্যাডাল্ট স্টার তিন জন পুরুষকে এক সঙ্গে বিয়ে করতে যাচ্ছেন

সবার খবর, বিনোদন ডেস্ক: জাপান এবং চীনের এমন কিছু চাঞ্চল্যকর খবর মাঝে মাঝে আসে যা …