Breaking News
Home / জাতীয় / বিজয় মাল্যে লন্ডনে বেশ ফুরফুরে মেজাজেই আছেন ; আবার বিয়ে?

বিজয় মাল্যে লন্ডনে বেশ ফুরফুরে মেজাজেই আছেন ; আবার বিয়ে?

সবার খবর, ওয়েব ডেস্ক: দুই বছর আগে বিজয় মাল্য যখন লন্ডনে পালিয়ে গেছিলেন তখন তার সাথে এক সিক্রেট মহিলাও ছিল। খবরে প্রকাশ, বিজয় মাল্য প্রথমে এই মহিলাকে চাকরি দেন পরে তিনি গার্লফ্রেন্ড বানান। ২ মার্চ ২০১৬ সালে দেশ ছাড়ার সময় জেট এয়ারওয়েজে বিজয় মাল্যের সাথে উপস্থিত ছিলেন তার এই বান্ধবী। তাদের এই সম্পর্ক তিন বছরে পা দেওয়াই কিংফিশারের মালিক সেলিব্রেশানে ব্যাস্ত।
বিজয়
এই মহিলার নাম পিঙ্কি লালবানী। বিজয় মাল্যের ভালো এবং খারাপ সময়ে পাশে ছিলেন। লন্ডন আদালতে ম্যালের শুনানির সময়ও পাশে থাকতে দেখা গেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, মাল্য এবং পিঙ্কি লালভানী খুব তাড়াতাড়ি বিয়ের পিড়িতে বসবেন। কিন্তু এখনও পরিবারের তরফ থেকে কিছু জানানো হয়নি।
বিজয় মাল্যে এবং পিঙ্কি
মাল্যের সাথে পিঙ্কি ২০১১ সাল থেকে আছেন। মাল্যের অনেক পার্টিতে গেস্টকে হোস্ট করতে দেখা গেছে এই মহিলাকে। যদি মল্যে বিয়ে করেন তবে তার এটি তৃতীয় বিয়ে হবে।
পিঙ্কি কিংফিশার এয়ারলাইন্সে এয়ার হোস্টেসের দায়িত্ব সামলেছেন পিঙ্কি লালভানী। যেখানেই বিজয় মাল্যে যায় সেখানেই এই মহিলাকে সাথে নেই।
উল্লেখ্য ছয় হাজার কোটি টাকার ঋণ খেলাপি মাল্যে। তিনি ভারত থেকে লন্ডনে পালিয়ে গেছেন।
আরও পড়ুন: অশ্লীল ভাবে স্পর্শ করায় যেসব নায়িকা চড় মেরেছিলেন অভিনেতাদের

Check Also

গঙ্গাধর রাউত

১৪ বছরেও কাজ শেষ হচ্ছিল না, তাই বৃদ্ধ বয়সে সমস্ত সঞ্চয় দিলেন সেতু নির্মাণে!

সবার খবর, ওয়েব ডেস্ক: ফাইল এক টেবিল থেকে অন্য টেবিল ঘোরাফেরা করে কিন্তু কাজের কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *