Breaking News
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / পৃথিবীর প্রথম ৫ জি স্মার্টফোন, জানুন এই মোবাইলের ব্যাপারে

পৃথিবীর প্রথম ৫ জি স্মার্টফোন, জানুন এই মোবাইলের ব্যাপারে

সবার খবর, টেক ডেস্ক: পৃথিবীর প্রথম ৫ জি স্মার্টফোন। এচটিসি কোম্পানি প্রথম এইচটিসি ইউ ১২ ৫জি স্মার্টফোন ২০১৮ এডিশানের ডেমো দেখালো। এই স্মার্টফোন ৩ জিবি ডাউনলোড স্পীড দিবে। কিন্তু ভারতবর্ষে এখন পর্যন্ত ৫ জি নেটওয়ার্ক প্রোভাইডার নাই। এইচটিসি ফোনটি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসেও দেখিয়েছিল। চলুন জেনে নিই এই মোবাইটির ব্যাপারে।
৫ জি স্মার্টফোন
এই মোবাইলটিতে থাকছে ৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। যাতে থাকছে ৬ জিবি র‍্যাম, ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি। এইচটিসি ইউ ১২ তে আরও থাকছে ১২ মেগাপিক্সেলের ডুয়্যাল রিয়্যার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। মোবাইটি ৮.০ ওরিয়া অপারেটিং সিস্টেমে চলে। এছাড়াও সমস্ত আধুনিক টেকনোলজি ব্যাবহার করা হয়েছে এই ৫ জি স্মার্টফোনে।
আরও পড়ুন: সেরা ক্যামেরা মোবাইল : প্রথম বারের মতো পাঁচটি ক্যামেরা যুক্ত মোবাইল

Check Also

RealMe 3

RealMe 3 বাজারে আসছে মাত্র ৮৯৯৯ টাকায়। ব্যাটারি ব্যাকআপ ৩৯ ঘন্টা

সবার খবর, টেক ডেস্ক: খুব বেশি দিন হয়নি RealMe বাজারে পা রাখা। খুব অল্প সময়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *