Home / খেলার খবর / আজকের আইপিএল ম্যাচের নায়ক হতে পারেন সাকিব অথবা রাশিদ

আজকের আইপিএল ম্যাচের নায়ক হতে পারেন সাকিব অথবা রাশিদ

সবার খবর, স্পোর্টস ডেস্ক: আইপিএল ফুল এন্টারটেইনমেন্ট দিচ্ছে প্রথম ম্যাচ থেকেই ক্রিড়ামোদি দর্শকদের একথা বলায় যায়। কেমন হতে পারে আজকের খেলা। সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের মধ্যে আজ আইপিএল ২০১৮-এর চতুর্থ ম্যাচটি খেলা হবে। রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, হায়দ্রাবাদে খেলাটি অনুষ্ঠিত হবে।
রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের IPL পরিসংখ্যান:
মোট ম্যাচ-৪৯
প্রথম ব্যাটিং করে জয়-১৯
প্রথম বোলিং করে জয়-২৯
গড় প্রথম ইনিংস স্কোর-১৫৬
গড় দ্বিতীয় ইনিংস স্কোর-১৪৬
সর্বোচ্চ স্কোর-২২৩/৩ (CSK VS SRH)
সর্বনিম্ন স্কোর-৮০/১০ (DD VS SRH)
স্পিনিং ট্র্যাক হবে নিঃসন্দেহে বলা যায়। হায়দ্রাবাদের মাঠে খুব বড়ো স্কোর লক্ষ্য করা যায় না। তাই সাকিব আল হাসান অথবা রাশিদ খানের ভেতর ম্যাচের নায়ক হবার সম্ভবনা বেশি।
টিম নিউজ: ওয়ার্নের বদলে দলে এসছেন এ্যালেক্স হল্‌স।
বিশ্ব রেকর্ড
সম্ভব্য রাজস্থানের একাদশ: আজিঙ্কে রাহানে (C), ডি’আরচে শর্ট, রাহুল ত্রিপাঠি, সান্জু স্যামসন, বেন স্টোক্‌স, জস বাটলার(WK), স্টুয়ার্ট বিনি, জোফ্রা আর্চার, কৃষ্ণনপ্পা গৌথাম, ধাওয়াল কুলকারণী, জয়দেব উনাদকাট।
সম্ভব্য রাজস্থানের একাদশ: কেন উইলিয়ামসন(C), শিখর ধাওয়ান, মানিশ পান্ডে, সাকিব আল হাসান, দীপক হুডা, ইউসুফ পাঠান, ঋদ্ধীমান সাহা(WK), ভুবেনশ্বর কুমার, রাশিদ খান, বিলি স্টানলেক, বাশিল থাম্পি।
সাকিব আল হাসান
যারা ম্যাচে মুখ্য ভুমিকা রাখতে পারে:
১. আজিঙ্কে রাহানে
২. শেখর ধাওয়ান
৩. রাশিদ খান
৪. বেন স্টোকস
৫. জস বাটলার
৬. সাকিব আল হাসান
দেখা যাক আজকের ম্যাচে কে কেমন খেলে। খেলা শুরু ভারতীয় সময় রাত ৮ টায়।
আরও পড়ুন: বিরাট কোহলি শ্যুটিংয়ে ‘না’ দীপিকার সাথে। ক্ষতি ১১ কোটি

Check Also

রবি

বিরাট কোহলিদের হারের কারণে ছাটাই হতে পারেন শচীন, সৌরভ, লক্ষণ

সবার খবর, স্পোর্টস ডেস্ক: আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পরাজিত হওয়ার পরে দলের কোচিং স্টাফদের নিয়ে …