Breaking News
Home / খেলার খবর / অস্ট্রেলিয়ান বাঁহাতি ব্যাটসম্যান ম্যাথু হেডেন গুরুতর আহত

অস্ট্রেলিয়ান বাঁহাতি ব্যাটসম্যান ম্যাথু হেডেন গুরুতর আহত

সবার খবর, স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রাক্তন নির্ভরযোগ্য ব্যাটসম্যান ম্যাথু হেডেন গুরুতর আঘাত পেয়েছেন। তিনি নিজেই ইনস্টাগ্রম একাউন্টে ইনজুরির ছবি পোস্ট করেছেন। তাতে ম্যাথু হেডেনের ঘাড় ও কপালে ইনজুরির দাগ দেখতে পাওয়া যাচ্ছে। ৪৬ বছর বয়সী এই বাঁহাতি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান তার ছেলে জোসের সঙ্গে ক্যুইনসল্যান্ডের স্টার্টব্রুক আইল্যান্ডে সার্ফিং করছিলেন শুক্রবার। সার্ফিং করার সময়ই তিনি আঘাত পান।
ম্যাথু হেডেন সারফিং
হেডেন তাঁর পরিবার নিয়ে ছুটি কাটাতে ক্যুইনসল্যান্ডে গিয়েছিলেন। সেখানেই তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
ম্যাথু হেডেন
আরও পড়ুন: বিরাট কোহলি ৭২ টেস্ট ম্যাচ খেলে ফেললেন: ৭২ টেস্ট ম্যাচ পর বিরাট ও শচীনের মধ্যে কে এগিয়ে

Check Also

বিজয় শংকর

চোটের কারনে বিশ্বাকপের বাইরে ভারতীয় অলরাউন্ডার! দলে যোগ দিলেন এক ওপেনার

সবার খবর, স্পোর্টস ডেস্ক: গতকাল থেকে ভারতীয় ক্রিকেট অনুরাগিদের জন্য একের পর এক দুঃসংবাদ। প্রথমে …