সবার খবর, স্পোর্টস ডেস্ক: মাঠে তার দুই পা দিয়ে যেন শিল্পের ফুলঝুরি ফোটে কিন্তু সেই রোনাল্ডোকে এবার মুখোমুখি হতে হবে ডিএনএ টেস্টের। রোনাল্ডোর বিরুদ্ধে অভিযোগ তিনি তার মার্কিন বন্ধবি ক্যাথরিনকে ধর্ষণ করেছেন। রোনাল্ডোর আধিকারিকদের কাছে পুলিশে ডিএনএ স্যাম্পল চেয়ে পাঠান। উল্লেখ্য ক্রিশ্চিয়ানো ইতালির ফুটবল ক্লাব জুভেন্টাসে বর্তমানে খেলছেন।
লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে জানানো হয়েছে, প্রমাণপত্র একত্রিত করে এই মামলা কিছুটা এগুনো যায় কি না তার চেষ্টা চলছে। তারা দেখতে চাই ক্যাথরিনা মায়রোগার কাপড়ে রোনাল্ডোর কোন ডিএনএ প্রমাণ পাওয়া যায় কিনা।
ক্যাথরিন অভিযোগ করেন, তার মুখ বন্ধ করার জন্য রোনাল্ডোর তরফ থেকে তাকে তিন লক্ষ পচাত্তর হাজার ডলার দিতে চেয়েছিলেন এবং জোরপূর্বক আমাকে একটি সমঝোতা পত্রে সই করিয়ে নিয়েছিলেন। অপরদিকে রোনাল্ডো এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। উল্লেখ্য ১০ বছর আগে লাস ভেগাসের একটি হোটেলে নিয়ে গিয়ে রোনাল্ডো ক্যাথরিনকে ধর্ষণ করেন বলে অভিযোগ।
অপরদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উকিল পিটার কৃষ্টিয়ানসেন বলেন, রোনাল্ডো সবসময় বলেছেন, ২০০৯ সালে লাস ভেগাসে যা হয়েছে তা দুজনের সম্মতিতেই হয়েছে। তাই এটা কোন আশ্চর্যের বিষয় নয় যে, ক্যাথরিনের কাপড়ে লেগে থাকা ডিএনএ স্যাম্পল ও রোনাল্ডো ডিএনএ স্যাম্পল মিলে যাবে।
আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ ধমাচাপা দিতে রোনাল্ডোর খরচ শুনলে চমকে উঠবেন
Tags ক্রিশ্চিয়ানো রোনালদোর সকল খবর ক্রিস্তিয়ানো রোনালদো বর্তমান টিম ক্রিস্তিয়ানো রোনালদো শিশু নেইমার রোনালদিনহো রোনালদো কোন দেশের খেলোয়াড় রোনালদোর গোল সংখ্যা রোনালদোর মোট গোল সংখ্যা কত রোনাল্ডো
Check Also
রাহুল দ্রাবিড়কে অনুসরণ করতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড
সবার খবর, স্পোর্টস ডেস্ক: রাহুল দ্রাবিড় কোচ হওয়াতে ভারতীয় জুনিয়র ক্রিকেট দল অনেক উন্নতি করেছে …
2 comments
Pingback: বড়সড় বিপদের মুখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! আদালতে দোষী সাব্যস্ত
Pingback: ১৩ বছর বয়সে তিনবার ধর্ষিত হয়েছেন! অবশেষে পাশে পেলেন প্রেমিককে » সবার খবর