সবার খবর, বিনোদন ডেস্ক: সিনেমা জগতে নায়িকাদের অশ্লীল ভাবে স্পর্শ করার খবর মাঝে মাঝেই সংবাদপত্রের হেডলাইনে চোখে পড়ে। কিন্তু অভিনেত্রীদের দ্বারা প্রতিবাদ খুব কমই দেখা যায়। আবার কিছু কিছু অভিনেত্রী প্রতিবাদ যে করেনি তা কিন্তু নয়। কিন্তু সেতো খুবই নগণ্য। চলুন দেখে ফেলি কারা প্রতিবাদ করেছিলেন এমন অশ্লিল ঘটনায়।
প্যাডম্যান ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে এই নায়িকাকে। ইনার নাম রাধিকা আপ্তে। রাধিকা আপ্তের মতে, সাউথের এক অভিনেতা শুটিংয়ের সময় তার পা স্পর্শ করেন এবং তার ছুতে জান এই সময় তিনি এই অভিনেতার গালে এক চড় বসিয়ে দেন।
বাহুবলি সিনেমার এক গানে এই নায়িকাকে দেখা গেছিলো। ইনার নাম স্কারলেট উইলসন। এই নায়িকাকে শ্যুটিংয়ের সময় এক অভিনেতা অশ্লিল ভাবে টাচ করেছিল। সঙ্গে সঙ্গে তিনি তার গালে চড় বসিয়ে দেন।
গীতিকা একজন নতুন অভিনেত্রী তিনি তার ফিল্ম নির্দেশককে একটা চড় বসিয়ে দেন। সুভাষ কাপুর এক অনুষ্ঠানে গীতিকাকে অশ্লিল ভাবে ছোয়ার চেষ্টা করেন ফলে গীতিকা প্রতিবাদ করেন। পরে অবশ্য গীতিকার কাছে সুভাষ কাপুর ক্ষমা চেয়ে নেন।
আরও পড়ুন: সালমান খানের সাথে পাংগা নিয়ে যারা কেরিয়ার নষ্ট করেছেন
Check Also
Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে
সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …