সবার খবর, বিনোদন ডেস্ক: প্রতিবছরের ন্যায় হলিউডে এই বছরেও সেরা এ্যাকসান ছবি আনতে যাচ্ছে যা সারা বিশ্বের বক্স অফিসে তেহেলকা তৈরি করবে। তা ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে। আজ আমরা বিশ্বের সবচেয়ে বড় হলিউড ছবির সম্পর্কে কথা বলছি। Avengers: Infinity War, যা প্রায় ৬৪০০ কোটি টাকা দিয়ে তৈরি করা হয়েছে। ভারত সহ সারা বিশ্বে ছবিটি ২৭ এপ্রিল মুক্তি পাবে। ছবিটি ভারতে বিভিন্ন ভাষায় রিলিজ হবে। এন্থনি রুশো এবং জোয়ি রুশো Avengers: Infinity War পরিচালনা করেছেন।
ছবিটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রবার্ট ড্যুনি, ক্রিস হেমসওয়ার্থ, ক্রিস প্র্যাট, ক্রিস অ্যান্ডস এবং টম হল্যান্ড। ছবিটি বিশ্বের সেরা অ্যাকশন ছবিগুলোর একটি হতে যাচ্ছে, যা ছবিটির ট্রেলারে দেখে বোঝা যায়। ছবির ট্রেলার দেখতে কেমন লাগলো তা কমেন্ট করে জানান।
আরও দেখুন: Baaghi 2 Official Trailer। এ্যাকসান ছবি। ট্রেলার দেখে মন ভরবে
Check Also
Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে
সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …