সবার খবর, বিনোদন ডেস্ক: সালমান খানের ‘ভারত’ বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে প্রথম দিনেই। ‘ভারত’ নিয়ে এমনিতেই আশাবাদি ছিলো ছবির কলাকুশলীরা। সেই প্রত্যাশা পূরণ হলো প্রথম দিনেই। ‘ভারত’ (Bharat) সালমান খানের প্রথম দিনের ইনকামের দিক থেকে এক নম্বরে উঠে এলো। সালমান খান(Salman Khan), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), দিশা পাটানি (Disha Patani), সুনিল গ্রোভার (Sunil Grover), জ্যাকি শ্রফের (Jackie Shroff) এই সিনেমাটি ঈদের দিন দুর্দান্ত ওপেনিং হয়েছে।
আলি আব্বাস পরিচালিত সালমান খানের ভারত প্রথম দিন বক্স অফিসে ৪২.৩০ কোটি টাকা আয় করেছে। এই তথ্যটি ফিল্ম ট্রেড বিশেষজ্ঞ তরুণ আদর্শ (Taran Adarsh) দিয়েছেন। সালমান খান দেখিয়ে দিলেন তিনিই বক্স অফিসের (Box Office Collection) সুলতান। এটিই সালমান খানের যেকোনো সিনেমার বড়ো ওপেনিং। সালমান খান যখনই আলি আব্বাস জাফরের (Ali Abbas Zafar) সঙ্গে কাজ করেছেন তখনই কোনো না কোনো ম্যাজিক দেখিয়েছেন। ‘সুলতান’ (Sultan) অথবা ‘টাইগার জিন্দা হে’ (Tiger Zinda Hai) সিনেমার বেলাতেও দেখা গেছিলো এমন কির্তী স্থাপন করতে। সালমান খান এবং
আলি আব্বাস জুটি এই নিয়ে তৃতীয়বার রেকর্ড বক্স অফিস কালেকশান (Box Office Collection) করে দেখালেন।
Salman Khan and #Eid… *Day 1* biz
2010: #Dabangg ₹ 14.50 cr
2011: #Bodyguard ₹ 21.60 cr
2012: #ETT ₹ 32.93 cr
2014: #Kick ₹ 26.40 cr
2015: #BajrangiBhaijaan ₹ 27.25 cr
2016: #Sultan ₹ 36.54 cr
2017: #Tubelight ₹ 21.15 cr
2018: #Race3 ₹ 29.17 cr
2019: #Bharat ₹ 42.30 cr— taran adarsh (@taran_adarsh) 6 June 2019
সালমান খান কিছুদিন যাবৎ নতুন কিছু করে দেখানোর চেষ্টা করছিলেন। ‘ভারত’ (Bharat) সিনেমাটিতে তার প্রতিফলন লক্ষ্য করা গেছে। এই ছবিতে একজন ব্যক্তির মাধ্যমে দেশকে বদলানোর কথা বলা হয়েছে। বলিউডে অনেকেই সিনেমাটির প্রশংসা করছেন। যদিও সমালোচনা যে হয়নি তা কিন্তু নয়। সিনেমাটির জন্যে প্রথম সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক প্রথম দিনের মতো ‘ভারত’ বক্স অফিসে কালেকশান করতে পারে কি পারে না।
আরও পড়ুন: ৩০ বছর বয়স না, ৫১ বছরে পা দিলেন সালমান খানের এই নায়িকা