সবার খবর, স্পোর্টস ডেস্ক: দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে ধোনির চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। খেলা শুরু হবে রাত ৮ টায়। প্রথম ম্যাচে উভয় দল নিজের নিজের জয় তুলে নিতে সক্ষম হয়েছে। একদিকে রিষব পান্তের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে পড়ে মুম্বাই উড়ে গিয়েছিল। অপরদিকে বিরাট কোহলি বাহিনী চেন্নাইয়ের স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি। মাত্র ৭০ রানে অলআউট হয়ে যায় ব্যাঙ্গালর। দিল্লি প্রথম ম্যাচ জেতে ৩৭ রানে। চেন্নাই সুপার কিংস প্রথম ম্যাচ জেতে সাত উইকেটে।
এই ফিরোজ শাহ কোটলা ময়দানের পরিসংখ্যানের দিকে চোখ রাখলে দেখা যাবে পিচে স্পিন বোলাররা খুব সক্রিয় থাকে। তাই সম্ভবত দিল্লি ক্যাপিটালস দলে কীমো পলের যায়গায় আসতে পারে নেপালের স্টার লেগ স্পিনার সান্দীপ ল্যামিচানে। তাছাড়া চেন্নাই সুপার কিংস দল অপরিবর্তিত থাকবে বলে মনে করা হচ্ছে।
দিল্লি ও চেন্নাই একে অপরের বিরুদ্ধে ১৮ বার মুখোমুখি হয়েছে। যেখানে দিল্লি ৬ বার ম্যাচ জেতে এবং চেন্নাই ১২ বার। শেষ পঁচটি ম্যাচে দিল্লি ২ বার ও চেন্নাই ৩ বার জয়ী হয়। ফিরোজ শাহ কোটলার পিচ আজ স্লো থাকতে পারে যা স্পিনারদেরকে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। এই ম্যাচে যারা গুরুত্বপূর্ণ পারফর্মার হতে পারেন তারা হলেন-শিখর ধাওয়ান, রিষব পান্ত, আক্সার প্যাটেল, ইমরান তাহির, সুরেশ রাইনা, ডুয়েন ব্রাভো।
দিল্লির সম্ভব্য একাদশ: Shikhar Dhawan, Prithvi Shaw, Coling Ingram, Shreyas Iyer, Rishabh Pant, Keemo Paul/Sandeep Lamichhane, Axar Patel, Rahul Tewatia, Trent Boult, Ishant Sharma, Kagiso Rabada.
চেন্নাইয়ের সম্ভব্য একাদশ: Shane Watson, Ambati Rayudu, Suresh Raina, Kedar Jadhav, Ravindra Jadeja, MS Dhoni, Dwayne Bravo, Deepak Chahar, Shradul Thakur, Harbhajan Singh, Imran Tahir.
যারা Dream11 খেলেন তাদের জন্যে বিভিন্ন অনলাইন ওয়েবসাইট থেকে নেওয়ার পর এই তথ্য একত্রিত করা হয়েছে। এই পোস্টের মাধ্যমে আপনাদের শুধুমাত্র ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
আরও পড়ুন: প্রথমবারের মত মা ও মেয়ে বিমান ওড়ালেন একসঙ্গে। আরও এক মেয়ে পাইলট!