সবার খবর, বিনোদন ডেস্ক: Hate Story 4 এর ট্রেলার দেখে নতুন কিছু মনে হয়নি। একবারেই পুরানো মোড়োকের হার্ডকোর কিছু দৃশ্য। এর আগের Hate Story ১,২,৩–এ যেমন ছিলো। Hate Story 4-এ মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন উর্ভশি রাউতেলা, ভিবান ভাথেনা ও কারাণ ওহি। Hate Story 4-এর ট্রেলারয়ে উর্ভশি রাউতেলাকে হট দৃশ্যে দেখা যাচ্ছে অনেক যায়গায়। এই নায়িকাকে গ্রেট গ্র্যান্ড মাস্তি ছবিতেও দেখা গেছিলো। অপরদিকে ভিবান ও কারাণ ওয়াহি দুই ভাই। উর্ভশি রাউতেলার ওপর এক সাথে প্রেমে পড়েছে এই দুই ভাই। অবশিষ্ট কাহিনী জানতে হলে সিনেমা হলে গিয়ে দেখুন ছবিটি ।
ছবিটি পরিচালনা করেছেন ভিশাল পান্ডে। Hate Story 4 মুক্তি পাবে ৯ মার্চ।
আরও দেখুন: আরশি খানের মাত্রাতিরিক্ত যৌনতা
Check Also
Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে
সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …