সবার খবর, স্পোর্টস ডেস্ক: IPL এ নিলাম শুরু হবে ২৭ এবং ২৮ জানুয়ারি। IPL নিলামে এমন অজানা ক্রিকেটারের নাম হয়তো আপনারা শুনতে পাবেন যার উপর কোটি কোটি টাকা বিড করছে ফ্র্যানচাইজি গুলো। এমনই একজন অনামি প্লেয়ারের নাম মন্জুর আহমেদ। ইনি নাকি ১০০ মিটারেরও বেশি দুর ছক্কা মারতে পারেন। একে সবাই সিক্সার কিং নামে ডাকে। মন্জুর কে খেলতে দেখা যাবে ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে কাশ্মিরের হয়ে।
৬ ফুট ২ ইঞ্চি লম্বা এবং ৮৪ কেজি ওজনধারী মন্জুর কবাডির পাশাপাশি ওয়েটলিফটিংও করতেন। বিষেশজ্ঞদের মতে এই প্লেয়ারের দাম নাকি অনেক বেশি হতে চলেছে।
আরো পড়ুন: দঃ আফ্রিকার কাছে নয় সৌরভের কাছে বিরাটের হার
Check Also
অনিশ্চয়তায় পূর্ণ টাইগারদের শ্রীলঙ্কা সফর
Bangladesh VS Srilanka 2020: বাংলাদেশ দলের শ্রীলঙ্কা যাওয়ার সম্ভাব্য তারিখ ৭ থেকে ১০ সেপ্টেম্বর। তবে …