সবার খবর, টেক ডেস্ক: Jio নিয়ে এলো নতুন ধামাকা! ২৫১ টাকা রিচার্জে মিলবে ১০২ জিবি ডেটা ৫১ দিনের জন্যে। এই অফারটি শুধুমাত্র জিও প্রিপেড ইউজাররাই ব্যবহার করতে পারবেন। এই নতুন অফারটি লঞ্চ করলো আইপিএল শুরুর ঠিক একদিন আগেই। জিওর পক্ষ থেকে জানানো হয়েছে সরাসরি জিও টিভির মাধ্যমে আইপিএলের সকল ম্যাচ দেখা যাবে।
এছাড়াও লাইভ মোবাইল গেম অর্থাৎ ‘ক্রিকেট সেসান প্যাক’ গেমটি খেলা যাবে ভারতের সমস্ত স্মার্টফোন থেকেই। এই গেমের জন্য পয়সা গুনতে হবে না ইউজারকে।
শুধু তাই নয়, ১১ টি ভাষাতে গেমটি খেলতে পারবেন গ্রাহকরা। জানালেন জিও কর্তৃপক্ষ। রেজাল্ট শেষে পুরস্কারও প্রদান করা হবে বিজেতাদের।
আরও পড়ুন: আইপিএলে কে কাকে ধরে রাখলো
Check Also
কৃত্রিম সূর্য তৈরি করছে চীন! যা ছয় গুণ বেশি তাপ দেবে
সবার খবর, ওয়েব ডেস্ক: চীন কৃত্রিম সূর্য তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে।খবরটি প্রকাশিত হয় চীনের …