সবার খবর, বিনোদন ডেস্ক: ভোটের দামামা বাজতেই শুরু হয়ে গেছে পাড়ার দেওয়ালে রং তুলির রঙিন আঁচড়। গ্রাম থেকে শহর বিভিন্ন দেওয়াল ভরে উঠছে লোকসভা প্রার্থীদের নানান স্লোগানে। সিনেমা হলের রূপলি পর্দা বাকি থাকে কি করে? ভারতের আমজনতার লোকসভা ভোটের আগেই উত্তাপ অনেকটা বাড়িয়ে দেবে ‘ PM Narendra Modi ‘। সিনেমাটিতে নরেন্দ্র মোদীর ভূমিকায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়। নরেন্দ্র মোদীর বিশ্বস্ত সেনাপতি অমিত শাহের ভূমিকায় অভিনয় করেছেন মনোজ জোশি। সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন প্রশান্ত নারায়ণ। তিনি তাঁর টিভি শো-এর মধ্যমে নরেন্দ্র মোদীর বিরোধিতা করেছেন। পিএম নরেন্দ্র মোদী ছবিটি পরিচালনা করেছে ওমাংগ কুমার। হোলির সকালেই ইউটিউবে রিলিজ হয় ট্রেলারটি। ট্রেলারটি লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে ইউটিউবে ট্রেন্ড করছে।
মোদীর বাল্যকাল থেকে এখন পর্যন্ত নানান উত্থান পতন তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। সিনেমাটিতে পাকিস্তানের প্রতি মোদীর রণকৌশল দেখতে পাবে সিনেমাপ্রেমী দর্শকরা। এখন দেখার বিষয় দর্শকরা কতটা পছন্দ করে পিএম নরেন্দ্র মোদী।
আরও পড়ুন:ইটালির মডেলিং দুনিয়া ছেড়ে সেনাবাহিনীতে এই মহিলা
Check Also
সড়ক পরিবহন আইন – দুর্ঘটনা হলেও ক্ষতিপূরণ পাবেন না যাত্রী
সড়ক পরিবহন আইন – নতুন সড়ক পরিবহন আইনে যাত্রী ও পথচারীর বীমা ছাড়াই গাড়ি চলতে …