সবার খবর, বিনোদন ডেস্ক: ইতিমধ্যেই আলিয়া ভাট অভিনীত Raazi সিনেমায় ‘এ ওয়াতন…’ গানটি আমজনতার নজর কেড়েছে। গানটি গেয়েছেন বাংলার অন্যতম জনপ্রিয় সংগীত শিল্পী অরিজিৎ সিং। মিউজিক কম্পোজ করেছেন শঙ্কর এহেসান লয়েড। অরিজিৎ-এর অনুরাগীরা মনে করছেন এই গানের মধ্যে দিয়ে অরিজিৎ আবারও নিজের সংগীত জীবনকে আরো উচ্চমাত্রায় নিয়ে গেলেন, যা দর্শকদেরও মনে থাকবে অনেক দিন।
আরও পড়ুন: আলিয়া ভাটের নতুন সিনেমা রাজি ( Raazi ) আসছে ১১ মে
Check Also
Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে
সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …