সবার খবর, টেক ডেস্ক: Vivo v7 লঞ্চ হয়েছে কিছুদিন আগেই। কিন্তু কয়েক দিনের মধ্যেই কোম্পানি এর দাম অনেক কমিয়ে দিলো। যার ফলে এখন গ্রাহকদের অনেক সুবিধা হবে কিনতে।
যে ফোনের দাম ছিলো ১৮৯৯০ টাকা সেই ফোনের দাম কমে হলো ১৬৯৯০ টাকা। আসুন এবার জেনে নিই Vivo V7 হ্যান্ডসেটের কিছু স্পেসিফিকেশান।
( নিচের লিঙ্কে ক্লিক করে কম দামে কিনুন ফোনটি )
Vivo মোবাইলের কথা উঠলেই এর ক্যামেরার কথা উঠবেই। ২৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা পোট্রেট মুডে ছবি তুলতে সক্ষম। সাথে আছে LED ফ্ল্যাশ। লো-লাইটেও পাবেন সুন্দর সেলফি। ১৬ মেগাপিক্সেলের পিছনের ক্যমেরার সাথে আছে অটোফোকাস। ফেস আনলকের সুবিধাও উপলব্ধ আছে। ৫.৭ ইঞ্চি ডিসপ্লে। যার রেজুলেশান ১৪৪০*৭২০। 4 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ। 256 GB পর্যন্ত বাড়ানো সম্ভব। 3000 mAh ব্যাটারি আর ফোনটি ৭.১ নোগট এ কাজ করে।
Check Also
কৃত্রিম সূর্য তৈরি করছে চীন! যা ছয় গুণ বেশি তাপ দেবে
সবার খবর, ওয়েব ডেস্ক: চীন কৃত্রিম সূর্য তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে।খবরটি প্রকাশিত হয় চীনের …