চুপেচাপে অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির বিয়ে ইটালিতে ১১ ডিসেম্বর হয়ে গেলো । অনুষ্কা শর্মার বিয়ে এ বছরের সবচাইতে আকর্ষনিয় বিয়ে গুলির একটি । বিয়ের পর সাধারণত সবাই হানিমুনের ছবি পোস্ট করে সেখানে অনুষ্কা এমন কাজ করেছে যা খুব ভাইরাল হচ্ছে স্যোসাল মিডায়াতে ।
একটি বাথরুমের ভিডিও যা ভক্তরা মজা করে খুব শেয়ার করছে আর মজা করে কমেন্ট লিখতেও ভুলছেনা । আসল ঘটনাটি এবার জেনে নেওয়া যাক । অনুষ্কা শর্মা Kajaria’s Kerovit –এর বিজ্ঞাপনের ভিডিও পোস্ট করেছে । এই অভিনেত্রী Kajaria’s Kerovit-এর প্রডাক্ট দেখে ক্রেজি হয়ে ডান্স করছে । অনুষ্কা শর্মা Kajaria’s Kerovit-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার । অনুষ্কার ইন্সট্যাগ্রাম একাউন্টে গেলেই আপনি দেখতে পাবেন ভিডিওটি ।
দুজনেই এখন রোমে আছে এবং হানিমুন করছে । ২১ তারিখ দেশে ফিরবে বলে শোনা যাচ্ছে ।
আরও পড়ুন: ৪ মাস থেকে অনুষ্কা শর্মার জন্যে খুজছিলো ওয়েডিং রিং দাম শুনে চমকে যাবেন ।
Check Also
Video: ফটোশুটের সময় মডেলের সঙ্গে শুকর যা করলো
সবার খবর, ওয়েব ডেস্ক: বাহামাসে এমন একটি ঘটনা ঘটেছে যা দেখে সকলে আশ্চর্য হয়ে যায়। …