বলিউড অভিনেতা রনবির সিং-এর খেলা প্রীতির কথা অজানা নয় কারও। ফুটবলে তার আবেগ আরও বেশি। সেই প্রমাণ রনবির আগেও দিয়েছেন বহুবার।
খেলার মাঠেও তাকে দেখা গেছে গ্যালারিতে বসে গলা ফাটাতে। এই অভিনেতা ফুটবল প্রেমীকে এখন থেকে অভিনয়ের পাশাপাশি দেখা যাবে ইউপিএল-এর ব্র্যান্ডঅ্যাম্বাসডর হিসাবে। ভারতবর্ষের মানুষের মধ্যে ফুটবল প্রেম জাগানোই হবে তার প্রধান উদ্দেশ্য ।
আরও পড়ুন: এই স্টার ফুটবলার অবসর নিচ্ছেন
Check Also
Video: আলিয়া ভাটের হারানো বোন ফিরে পেয়েছে
সবার খবর, বিনোদন ডেস্ক: আলিয়া ভাট সাম্প্রতিককালে তার নতুন ছবি ‘গালি বয়’ নিয়ে চর্চার কেন্দ্রা …