সবার খবর স্পোর্টস ডেস্ক: আজ ছিল আইপিএল-১১ রিটেনশান তালিকা প্রকাশের শেষ দিন। এদিনই চমক দিলো দলগুলি। এক নজরে দেখে নেওয়া যাক কোন দল কাকে রেখে দিলো নিজের ঘরে:
রাজস্থান রয়্যালস: স্টিভ স্মিথ।
কিংস ইলেভেন পাঞ্জাব: আক্ষার প্যাটেল।
চেন্নাই সুপার কিংস: মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, রাবীন্দর জাদেজা।
কলকাতা নাইট রাইডার্স: সুনীল ণারীন, আন্দ্রে রাসেল।
দিল্লি ডেয়ারডেভিলস: রিষভ পান্থ, ক্রিস মরিশ, শ্রেয়াস আইয়ার।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোলোর: বিরাট কোহলি, এ বি ডিভিলিয়ার্স, সরফরাজ খান।
মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরাহ।
সানরাইজার্স হায়দ্রাবাদ: ডেভিড ওয়ার্নার, ভুবনেশ্বর কুমার।