সবার খবর, স্পোর্টস ডেস্ক: দেখতে দেখতে ক্রিকেটের বড়ো আসর আইপিএলের খেলা প্রায় শেষ পর্যায়ে। স্বাভাবিক ভাবে সব দলের ফ্যানরা খুশি হতে পারেনি। কেউ আইপিএল প্লেঅফে পৌঁছেছে আবার কেউ আইপিএল থেকে ছিটকে গেছে। ভারতের স্টার প্লেয়ার বিরাট কোহলির দল ব্যাঙ্গালোর যেমন আইপিএল থেকে ছিটকে গেছে। প্রিতি জিন্টার কিংস ইলেভেন পাঞ্জাব আশা জাগিয়েও আইপিএল প্লেঅফে পৌছতে পারলো না। চলুন দেখে আসি প্লেঅফের চিত্রটা কেমন দাড়ালো।
কোয়ালিফায়ার-১: ২২ মে, চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, রাত ৭ টা, ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাই।
এলিমিনেটর: ২৩ মে, কোলকাতা বনাম রাজস্থান রয়্যালস, রাত ৭ টা, ইডেন গার্ডেন্স স্টেডিয়াম, কোলকাতা।
কোয়ালিফায়ার-২: ২৫ মে, কোয়ালিফায়ার-১ এর পরাজিত দল বনাম এলিমিনেটর-এর বিজয়ী দল, রাত ৭ টা, ইডেন গার্ডেন্স স্টেডিয়াম,কোলকাতা।
ফাইনাল: ২৭ মে, রাত ৭ টা, ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই।
ক্রিড়ামোদি দর্শকদের আর কিছুদিন অপেক্ষা করতে কার হাতে কাপটি ওঠে তা দেখার জন্যে।
Read More: এই সুন্দর চিয়ারলিডার্সদের বেতন কতো জানলে অবাক হবেন আপনিও
Check Also
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত নিউজিল্যান্ডের
Bangladesh VS New Zealand 2021 Cricket Match: আগামী বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে …