সবার খবর, স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফুটবল আসছে। কোনো না কোনো দেশের হাতে উঠবে বিশ্বকাপের ট্রফিটি। আমাদের এখন বিভিন্ন দেশে ভাগ হয়ে যাবার পালা। কেউ নেইমার, কেউ মেসি আবার কেউ রোনাল্ডো। চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে উঠে আসবে বিশ্বকাপ ফুটবলের আলোচনা। দুঃখ, ভালোবাসা, বেদনা, আনন্দ সবকিছু ছুঁয়ে যাবে বিশ্বকাপকে কেন্দ্র করে। বিষশজ্ঞদের মতে, এই আটটি দলের ভেতর যে কোনো দেশের হাতে উঠতে পারে বিশ্বকাপের ট্রফি। দেখুন সেই তালিকা…
৮. স্পেন
৭. পোল্যান্ড
৬. বেলজিয়াম
৫. পর্তূগাল
৪. ফ্রান্স
৩. জার্মানি
২. ব্রাজিল
১. আর্জেন্টিনা
ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।
Read More: রোনাল্ডোর গোল সবার মাথা ঘুরিয়ে দিলো : দেখলে সারা জীবন মনে থাকবে
Check Also
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত নিউজিল্যান্ডের
Bangladesh VS New Zealand 2021 Cricket Match: আগামী বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে …