সবার খবর, ওয়েব ডেস্ক: জীবনের অনেক ঘটনাই অনেক সময় জীবন্ত হয়ে ওঠে। আবার ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলির অনেক কারণও রয়েছে এবং এই ঘটনাগুলি জীবনকে প্রভাবিত করে থাকে আপনার অজান্তেই। এমন কোনো ঘটনা ঘটে যায় যার যৌক্তিকতাও আমরা খুঁজে পায় না। এই পোস্টে আমরা আপনাদের এমন তিনটি সংকেত বা ঘটনার কথা বলতে যাচ্ছি যা দেখলে আপনার জীবনের ভালো দিনগুলির শুরু হচ্ছে বলে মনে করতে পারেন।
১. আজকের দিনে চড়ুই পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায়। একটা সময় ছিল চড়ুই পাখির কিচির মিচির শব্দে বাড়ি সরগরম হয়ে থাকতো। আর তাতেই যে বাড়ির আরও সৌন্দর্য্য প্রস্ফুটি হতো তা কি আর বলার অপেক্ষা রাখে! কিন্তু আজ এই পাখিটি বিরল হয়ে যাচ্ছে। প্রচলিত আছে, বাড়িতে যদি চড়ুই পাখি থাকে ও চড়ুই পাখি খড়কুঁটো দিয়ে বাসা বাঁধে তাহলে তো সোনায় সোহাগা। কারণ অনেকেই মনে করেন, বাড়িতে চড়ুই বাসা বেঁধে ডিম পেড়ে বাচ্চা তোলে তাহলে জানতে হবে ওই পরিবারের শুভদিন শুরু হয়ে আসতে চলেছে।
২. বাড়িতে বেড়ালের বাচ্চা দেখলে তাড়িয়ে দেবেন না। অনেক সময়ই বেড়াল বাচ্চা বাড়িতে হুটহাট করে চলে আসে। ওরা যেমন দেখতেও সুন্দর তেমনই আপনার ভাগ্যও পরিবর্তন করতে সহায়ক। এক সঙ্গে যদি দুটি বেড়াল বাচ্চা বাড়িতে দেখেন, তবে জানবেন আপনার ভাগ্যের বন্ধ দরজা হয়তো খুলে গেছে।
৩. প্রায়ই মিছিলের লাইনের মতো কালো পিঁপড়ে দল বেঁধে এগিয়ে চলেছে তাদের নির্দিষ্ট গন্তব্য অভিমুখে। এভাবে এদের দেখতেও অপূর্ব লাগে। এমন দেখলে প্রাণ খুলে ঈশ্বরকে ধন্যবাদ দিন। কারণ প্রচলিত আছে এভাবে কালো পিঁপড়ের দল যাতায়াত করলে নাকি ঐশ্বর্য্য এবং ধন-দৌলত বৃদ্ধি পায়।
এই পোস্টটি শেয়ার করুণ আপনার বন্ধু ও প্রিয়জনদের সাথে। কেমন লাগলো পোস্টটি তা লাইক ও কমেন্ট করে জানাতে ভুলবেন না।
Read More: সন্তোষপুরের কিসসা শুনলে আপনার অভিনব অভিজ্ঞতা হবে
Check Also
ভালো কাজ করলেই মিলবে খাবার, লাগবে না কোন টাকা
ভালো কাজ করলেই মিলবে খাবার, লাগবে না কোন টাকা কথাটা শুনতে অবাক করার মতো হলেও …