Home / খেলার খবর / আফগান ক্রিকেটার রাশিদ খান ইতিহাস গড়লেন

আফগান ক্রিকেটার রাশিদ খান ইতিহাস গড়লেন

প্রথম আফগান ক্রিকেটার রাশিদ খান অস্ট্রেলিয়ার BBL বা বিগ ব্যাশ লিগ খেলে ইতিহাস গড়লেন । শুধু কি তাই, অ্যাডিলেড স্ট্রাইকার্‌স-এর হয়ে প্রথম ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হলেন এই ডানহাতি লেগ স্পিনার ।
‘এটি একটি বড়ো ঘটনা ছিলো আফগান ক্রিকেটের তো বটেই সমগ্র আফগানস্তানের জন্যেও’ বললেন এই লেগ স্পিনার ।
রাশিদের বোলিংয়ের সুবাদে অ্যাডিলেড স্ট্রাইকার্‌স প্রতিপক্ষ সিডনি থানডার কে ৫৩ রানে পরাজিত করে ।
এই ম্যাচে রশিদ চার ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট তুলে নেয় । তিনি র্যা য়ান গিবসন এবং বেন রোহরারকে প্যাভিলিয়নে অল্প সময়ের ভেতর ফেরত পাঠান ।
আরও পড়ুন: এই স্টার ফুটবলার অবসর নিচ্ছেন

Check Also

Bangladesh VS New Zealand 2021

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত নিউজিল্যান্ডের

Bangladesh VS New Zealand 2021 Cricket Match: আগামী বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *