আপনারা হ্যান্ডসেট কিনবেন ভাবছেন তার আগে Mi 6-এর স্পেসিকেশান গুলি জেনেনিন যে ফোনটি এমআই ৫ –এর আপডেট ভারসান ।
র্যাম আছে ৬ জিবি, ইন্টারনাল স্টোরেজ ৬৪ জিবি ইচ্ছে করলে বাড়াতেও পারেন । ক্যামেরার কথা বলতে গেলে ১২ মেগাপিক্সেল-এর রেয়ার ক্যামেরা যা দিয়ে ওয়াইড এ্যাঙ্গেল/টেলি ফোটো ইফেক্টের মুহুর্ত সংগ্রহ করে রাথা যাবে । এই ক্যামেরা নাকি এ্যাপেলেকেও টেক্কা দিবে । এতে আরো আছে ৭.১ এ্যান্ড্রয়েড নোগাট অপারেটিং সিস্টেম, ২.৫ GHz স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর । ৫.১৫ ইঞ্চি ডিসপ্লে থাকছে এমআই ৬-এর সাথে । এই ফোনটি চারটি কালার-এ পাওয়া যাবে ।
নিশ্চয় আপনি দামের কথা ভাবছেন হ্যা ঠিক ধরেছি না ? বাজারে এতো ফিচারস সহ যেকোনো মোবাইলের চাইতে দাম কম । আপনি তুলোনা করে দেখতে পারেন বাজারে গিয়ে । এর দাম রাখা হয়েছে ২৪০০০ টাকা ।
আরও পড়ুন: ৭৯৯৯ টাকাই ১৩MP ক্যামেরা, ৩২জিবি স্টোরেজ, ৩জিবি র্যাম
Check Also
পৃথিবীতে সব চাইতে বেশি বিক্রি হওয়া ছয়টি মোবাইল কম্পানির নাম
সবার খবর, টেক ডেস্ক: মোবাইল ফোন শুধু ফোন নয়; এখন স্মার্ট ফোন হয়ে গেছে। মোবাইল …