সবার খবর, টেক ডেস্ক: সত্যি অবাক করার মতো ঘটনা ১০ টাকার কম দামে কম্পিউটার! ঠিক এমনই ঘোষণার কথা শোনালো বিখ্যাত কম্পিউটার প্রস্তুতকারী সংস্থা আইবিএম। এটি হতে চলেছে বিশ্বের সব চাইতে ক্ষুদ্র একটি কম্পিউটার। যা আঙ্গুলের ডগায় ধারণ করা সম্ভব। আইবিএম জানাচ্ছে, এই কম্পিউটারটির সমস্ত কাজ শেষ পর্যায়ে। বিশেষজ্ঞরা কেবলমাত্র পরীক্ষা করে দেখছেন এর কার্যকারিতা। এখন দেখার বিষয় কবে এই ক্ষুদ্র কম্পিউটারটি বাজারে আসবে।
কম্পিউটারটির সাইজ এক মিলিমিটার, কয়েকশো ট্রানজিস্টার, সোলার সেল এবং ৪ মেগাবাইট র্যাইম, লবনের দানার চাইতেও ছোট হবে CPU যা থাকবে এই ক্ষুদ্র এবং কম দামি কম্পিউটারের মধ্যে। কম্পিউটারটি এন্যালাইজ, কমিউনিকেশান এবং ডাটা আদান প্রদানের কাজেও ব্যবহার করা যাবে।
এই ঘোষণাটি এসেছে ‘আইবিএম থিঙ্ক ২০১৮’ অনুষ্ঠান থেকে।
এমন কম্পিউটার আসলে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাবে সারা পৃথিবীতে কারন তখন ক্ষুদ্র বিষয়েও এই কম্পিউটারটি ব্যবহার করা হাবে।
আরও পড়ুন: সেরা ক্যামেরা মোবাইল : প্রথম বারের মতো পাঁচটি ক্যামেরা যুক্ত মোবাইল