সবার খবর, স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ক্রিকেট দলের আকমল ভাইদের চিনেন না এমন মানুষ খুব কমই আছে। কামরান আকমল ও উমর আকমল ইতোমধ্যেই তাদের দর্শনীয় পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বের ক্রিকেট প্রেমিদের নজর কেড়েছেন। একই ভাবে তাদের তৃতীয় ভাই আদনান আকমল পাকিস্তানের অল্পকিছু ম্যাচে অংশ নিতে দেখা গেছে।
কিন্তু আমরা এই পোস্টে আরও এক ভাই সম্পর্কে কথা বলতে যাচ্ছি। ২০০২ সালে উইকেট কিপার হিসেবে পাকিস্থান দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন কামরান আকমল। তার দুই ভাই উমর আকমল ও আদনানও পাকিস্তান দলে খেলেছেন। কিন্তু পাকিস্তান দলে যে ব্যাটসম্যান গত দুই বছর যাবৎ দুর্দান্ত খেলছেন তিনিই আকমলের আর এক ভাই বাবর আজম। বাবর আজম আকমলের কাকার ছেলে।
২০১৬ ও ২০১৭ সালে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন। ফলে বাবর আজম অনেক .সম্মানেও ভূষিত হন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে ওয়ানডে প্লেয়ার অফ দ্য ইয়ার ২০১৭ পুরস্কার দেওয়া হয়। তাছাড়াও ২০১৮ সালে টি-২০ প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয় পিসিবি-এর পক্ষ থেকে।
আরও পড়ুন: প্রকাশিত হলো ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ সময়সূচী । একনজরে ভারত, বাংলাদেশের খেলাগুলি
Check Also
অনিশ্চয়তায় পূর্ণ টাইগারদের শ্রীলঙ্কা সফর
Bangladesh VS Srilanka 2020: বাংলাদেশ দলের শ্রীলঙ্কা যাওয়ার সম্ভাব্য তারিখ ৭ থেকে ১০ সেপ্টেম্বর। তবে …