সবার খবর, স্পোর্টস ডেস্ক: কিং খান একটা সময় হতাশ হয়ে পড়েছিলেন। কারণ তিনি অনিশ্চয়তাই ভুগছিলেন তার দল প্লে-অফ খেলবে কি না? মুম্বাই সাথে ম্যাচ হারার পর কেকেআর মালিক মেজাজ আর ধরে রাখতে পারেননি। ক্ষোভ উগরে দেন টিম ম্যানেজমেন্টের উপর।
কিন্তু শাহরুখ খানের মুড বদলে গেল ম্যাচ জেতার পর পরই। এবং সেদিনের মেজাজ হারানোর জন্য ম্যাচ জেতার পর ক্ষমা চাইতেও ভুল করেননি ফ্যানেদের কাছে। তিনি মাঝ রাতে নারিন এবং কার্তিকের ছবি পোস্ট করে ট্যুইটারে লিখেছেন, ‘এমন হাসি দেখার জন্য ২৪ ঘন্টা জেগে থাকতে পারি’। দিনেশ কার্তিককে ধন্যবাদ দিয়েছেন। চার উইকেট নেওয়া প্রসিদ্ধ কৃষ্ণার খুব প্রসংশা করেছেন। রবিন উথাপ্পার উদ্দেশ্যে লিখেছেন আমরা এক সঙ্গে এক্সারসাইজ করব। তিনি লিখেন, নারিন নারিন-ই এবং ক্রিস লিনের প্রসংশাও করেন তিনি। পরে তিনি লিখেন খুব খুশি। ঘুম আসে না।
Been awake 24hrs to see these smiles. Thx @DineshKarthik @prasidh43 (well done young man) @robbieuthappa ( v have to exercise 2gether) @lynny50 (wow mate) & @SunilPNarine74 is…Sunil. Very happy cant sleep now!! pic.twitter.com/gdJWwBOG2K
— Shah Rukh Khan (@iamsrk) 19 May 2018
আরও পড়ুন: টেস্ট ক্রিকেট থেকে কি টস উঠে যাচ্ছে? তাহলে এবার কি?