সবার খবর, স্পোর্টস ডেস্ক: ডারবানে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ চলছিলো অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে। ভিডিওতে দেখা যাচ্ছে ওয়ার্নার ডি’ককের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করছে। কিন্তু ওয়ার্নের টিম মেটরা এই ঝামেলা থামানোর চেষ্টা করছে।
তখন দুই দলের প্লেয়াররা ড্রেসিং রুমে ফিরছিলো প্রথম টেস্টের চতুর্থ দিনের টি-ব্রেকের সময়।
ঘটনার সূত্রপাত এভি ডিভিলিয়ার্সের রান আউট নিয়ে। যেভাবে ন্যাথান লিওন ও ডেভিড ওয়ার্নার সেলিব্রেশান করেছে তা একটু বাড়াবাড়ি হয়ে গেছে বলছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ যেমন অস্ট্রেলিয়ার এক গণমাধ্যমকে বলেছেন, ন্যাথান লায়নের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের কাছ থেকে এমনটা আসা করা যায় না।
@mornemorkel65 @KagisoRabada25 Time for a bit of chin music ??? pic.twitter.com/O3Ah2s4Ext
— Cutmaker (@cutmaker) 4 March 2018
আরও পড়ুন: ভারতকে প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ জেতান যে অধিনায়ক