সবার খবর, স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের ১৯ বছরের লেগ স্পিনার রাশিদ খান আরব আমিরশাহির সাথে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে ১০০ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন।
ইউএই-এর সাথে আফগানিস্তানের এই যাদুকরী লেগ স্পিনার ৪৩ ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন। সেই ম্যাচেই ৪১ রান দিয়ে ইউএই-এর পাঁচ উইকেট তুলে নেন তিনি। ফলে মিচেল স্টার্কের দ্রুত তম ১০০ উইকেট নেওয়ার রেকর্ডটি ভেঙে দেন রাশিদ খান। মিচেল স্টার্ক ৫২ ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছিলেন। কিন্তু রাশিদ খান মাত্র ৪৩ ম্যাচ খেলে এই রেকর্ড ভেঙে দিলেন।
আরও পড়ুন: IPL অকশানে স্পিনারদের জাদু । অবাক করলেন রাশিদ খান
Check Also
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত নিউজিল্যান্ডের
Bangladesh VS New Zealand 2021 Cricket Match: আগামী বছর বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি চূড়ান্ত করেছে …