Home / খেলার খবর / কুক বললেন ভারতীয় জোরে বোলারদের এমন ক্ষমতা আগে দেখিনি

কুক বললেন ভারতীয় জোরে বোলারদের এমন ক্ষমতা আগে দেখিনি

খেলার খবর: এজবাস্টনের মাটিতে আজ নামতে চলেছ ভারতীয় ক্রিকেট দল। বর্তমান সময়ে ভারতীয় জোরে বোলারদেরকে অনেকটা সমীহ করছে বিশ্বের প্রথম সারির ক্রিকেট দলগুলি। কারণ এখন ভারতীয় দল আর আগের মতো অবস্থায় নাই। টিম ইন্ডিয়া প্রায় সকল ডিপার্টমেন্টেই উন্নতি করেছে। এখন দলে আছেন ভূবেনশ্বর কুমার, উমেশ যাদব, মোহাম্মদ শামি এবং জাসপ্রীত বুমরার মতো নামি দামি বোলাররা। যদিও ভারতীয় দলের পরিসংখ্যান খুব একটা সহায়ক না দলের পক্ষে এশিয়ার বাইরে।
বুমরাহ
২০১১ সালে এই এজবাস্টনেই দ্বিশত রানের ইনিংশ খেলেন অ্যালিস্টার কুক। কুক এবার বললেন, ‘ভারতীয় দলে বৈচিত্র পূর্ণ বোলার আছে। বিশেষ করে জোরে বোলার। এর আগে আমি দেখিনি এমন বৈচিত্র। গত দশ বছরে ভারতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলাররা অনেক উন্নতি করেছে’।
শুধু কি জোরে বোলারই বৈচিত্র নিয়ে এসেছে তা কিন্তু নয়। সাথে আছে কুলদীপ যাদবের মতো চাইনাম্যান বোলার। যিনি অনেকটাই বেগ দিতে সক্ষম হয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানদের। ইংরেজদের বিপক্ষে টি-২০ এবং ওয়ানডে সিরিজে সফল একজন বোলার হিসেবে উঠে এসেছেন তিনি। চলুন দেখে নিই কেমন হতে পারে আজকের সম্ভব্য একাদশ।
কুলদীপ যাদব
ভারতীয় দলের সম্ভব্য একাদশ: বিরাট কোহলি(অধিনায়ক), মুরলি বিজয়, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, দিনেশ কার্তিক, হারদিক পান্ডিয়া, কুলদীপ যাদব, ঈশান্ত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব।
ইংল্যান্ড দলের সম্ভব্য একাদশ: জো রুট(অধিনায়ক), অ্যালিস্টার কুক, জনি বেয়ারস্টো, জস বাটলার, বেন স্টোক্‌স, জেনিংস, ডেভিড মালান, স্টুয়ার্ট ব্রড, জেমস এন্ডারসন, টম কুরান, আদিল রশিদ।
এখন দেখার বিষয় জোরে বোলাররা ভালো কিছু করে দেখাতে পারে কিনা ইংল্যান্ডের মাটিতে?
Read More: আজ প্রথম টেস্ট: জো রুটের চাইতে বিরাট কোহলির টেস্ট জয়ের রেকর্ড ভালো

Check Also

bangladesh vs srilanka 2020

অনিশ্চয়তায় পূর্ণ টাইগারদের শ্রীলঙ্কা সফর

Bangladesh VS Srilanka 2020: বাংলাদেশ দলের শ্রীলঙ্কা যাওয়ার সম্ভাব্য তারিখ ৭ থেকে ১০ সেপ্টেম্বর। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *