Home / বিজ্ঞান ও প্রযুক্তি / মোবাইল / গ্যালাক্সি অন নেক্সট পাওয়া যাবে ১২৯০০ টাকাই ??

গ্যালাক্সি অন নেক্সট পাওয়া যাবে ১২৯০০ টাকাই ??

দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং কিছূ দিন আগেই গ্যালাক্সি অন নেক্সট বাজারে নিয়ে এসেছিলো । যার দাম ছিলো ১৬৯০০ টাকা । ক্রীসমাস উপলক্ষ্যে ই-কমার্স ওয়েব সাইট ফ্লিপকার্ট ডিসকাউন্ট দিতে চলেছে । এই ডিসকাউন্ট সম্ভবত ২২ ডিসেম্বর দেওয়া হবে । হ্যান্ডসেটটি ১২৯০০ টাকাই মিলবে । কিছু দিন আগেই ফ্লিপকার্টে এই ফোনটি ১১৯০০ টাকাই পাওয়া যাচ্ছিলো । সাথে এক্সচেন্জ ও ইএমআই সুবিধা ছিলো ।
গ্যালাক্সি অন নেক্সট এর কিছু স্পেসিফিকেসান দেখে নেওয়া যাক । ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, ৩ জিবি র্যা ম,৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ইচ্ছে করলে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্বব । আরও আছে ১৩ মেগাপিক্সেল পিছনের ক্যামেরা আর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা । ব্যাটারি দেওয়া আছে ৩৩০০ এমএএইচ এর ।
দেরি কিসের কিনে ফেলুন । অফার যোনে গিয়ে অফারটি দেখতে পাবেন ।

Check Also

পৃথিবীতে সব চাইতে বেশি বিক্রি হওয়া ছয়টি মোবাইল কম্পানির নাম

সবার খবর, টেক ডেস্ক: মোবাইল ফোন শুধু ফোন নয়; এখন স্মার্ট ফোন হয়ে গেছে। মোবাইল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *