Home / বিজ্ঞান ও প্রযুক্তি / চন্দ্রগ্রহণের পর এবার সূর্যগ্রহণ এই মাসেই দেখা যাবে পৃথিবীতে

চন্দ্রগ্রহণের পর এবার সূর্যগ্রহণ এই মাসেই দেখা যাবে পৃথিবীতে

সবার খবর, বিজ্ঞান ডেস্ক: ভারতে কবে দেখা যাবে সূর্যগ্রহণ? এই বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে ১৫ ফেব্রুয়ারি। অমবস্যাতে ঘটতে যাওয়া এই সূর্যগ্রহন আংশিক রুপে দেখা যাবে। এবছরের এটি দ্বিতীয় গ্রহণ। কারন ১৫ দিন আগেই চন্দ্রগ্রহণ দেখেছিল সারা পৃথিবী। দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, চিলী, ব্রাজিল এবং আন্টর্কটিকার কিছু অংশে এই সূর্যগ্রহণ পরিলক্ষিত হবে। যদিও ভারতে সূর্যগ্রহণের এই দৃশ্য দেখা যাবে না। ভারতীয় সময় অনুসারে ১৫ ফেব্রুবারি ঠিক রাত ১২টা ২৫ মিনিটে সূর্যে গ্রহণ লাগবে।
আরও পড়ুন: সাপের পৃথিবী ! ভুল করেও মানুষ এখানে পা ফেলে না

Check Also

চীনের সূর্য

কৃত্রিম সূর্য তৈরি করছে চীন! যা ছয় গুণ বেশি তাপ দেবে

সবার খবর, ওয়েব ডেস্ক: চীন কৃত্রিম সূর্য তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে।খবরটি প্রকাশিত হয় চীনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *