সবার খবর, স্পোর্টস ডেস্ক: পাকিস্তান ক্রিকেট টিমের মারকুটে ব্যাটস ম্যান বাবর আজম ক্রিকেট ইতিহাসের দ্রুত তম সেঞ্চুরি করে সকল বিশেষজ্ঞকে অবাক করে দিয়েছন। ভাবতে পেরেছিলেন কোনোদিন ২৬ বলে সেঞ্চুরি হবে। হ্যা এই কাজটাই করে দেখালেন পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম। এই শতকীয় ইনিংশটি খেলেছেন টি১০ ক্রিকেট টুর্নামেন্টে।
ফাইসালাবাদে খেলা চলছিল শাহিদ আফ্রিদি ফাউন্ডেশানের উদ্বগে চ্যারিটি ম্যাচ। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আকর্ষনিয় ইনিংশ খেললেন বাবর আজম। ২৬ বলের সেঞ্চুরিতে ছিল ১১টি ছক্কা এবং ৭টি চার।
উল্লেখ থাকে যে পাকিস্তানের হয়ে ওয়ানডে ক্রিকেটেও দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন বাবর আজম। ৩৬টি একদিনের ম্যাচে ৫৮.৬০ গড়। ৮৬ স্ট্রাইক রেটে ১৭৫৮ রান করেন। যার মধ্যে ৭টি সেঞ্চুরি বর্তমান।
আরও পড়ুন: আফগান ক্রিকেটার রাশিদ খান ইতিহাস গড়লেন
Check Also
অনিশ্চয়তায় পূর্ণ টাইগারদের শ্রীলঙ্কা সফর
Bangladesh VS Srilanka 2020: বাংলাদেশ দলের শ্রীলঙ্কা যাওয়ার সম্ভাব্য তারিখ ৭ থেকে ১০ সেপ্টেম্বর। তবে …