Home / বিজ্ঞান ও প্রযুক্তি / মোবাইল / দিল্লিতে আজ লঞ্চ করছে Samsung নতুন স্মার্টফোন

দিল্লিতে আজ লঞ্চ করছে Samsung নতুন স্মার্টফোন

সবার খবর, টেক ডেস্ক: Samsung আজকে নতুন স্মার্টফোন বাজারে নিয়ে আসতে চলেছে। যার নাম Galaxy on7 prime.
টেক্‌ বিষেশজ্ঞরা মনে করেছেন লঞ্চ ইভেন্টেই ঘোষনা হতে পারে অফার প্রাইস। এই মোবাইলটি গত সপ্তাহে অ্যামাজনে লিস্টিং করা হয়েছিলো। ভারতে এই ফোনটি কিনতে হলে অবশ্যই অ্যামাজন থেকে কিনতে হবে।
স্মার্টফোনটিতে থাকছে ১০৮০*১৯২০ পিক্সেল রেজুলেশান, ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, অক্টাকোর এক্সোনাস ৭৮৭০ প্রসেসর । এই ফোনটি বাজারে আসছে দুটি ভেরিয়েন্টে একটিতে থাকছে 4GB Ram, 64GB ইন্টারনাল স্টোরেজ অপরটিতে 3GB Ram, 32GB ইন্টারনাল স্টোরেজ। Samsung বলছেন তাদের ক্যামেরা কম আলোতে ভালো ছবি দেবে। ফোনটিতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে।
আরও পড়ুন: ১৩ ও ৮ মেগাপিক্সেলের ক্যামেরা মোবাইলের দাম মাত্র ৩৪৯৯ টাকা

Check Also

পৃথিবীতে সব চাইতে বেশি বিক্রি হওয়া ছয়টি মোবাইল কম্পানির নাম

সবার খবর, টেক ডেস্ক: মোবাইল ফোন শুধু ফোন নয়; এখন স্মার্ট ফোন হয়ে গেছে। মোবাইল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *