সবার খবর, স্পোর্টস ডেস্ক: গতকাল নারিণের সামনে আত্মসম্পর্ণ করতে দেখা গেল বিরাট কোহলি এবং ডি’ভিলিয়ার্সের ব্যাঙ্গালরকে। শুরুটা ভালোই করেছিলেন ম্যাকুলাম, ডিভিলিয়ার্স এবং বিরাটরা। কিন্তু শেষরক্ষা হলনা।
এর আগেও আমরা দেখেছি কোলকাতার হয়ে ওপেনিং করতে সুনীল নারিনকে। কিন্তু এভাবে যে ঝোড়ো ইনিংসের সামনে পড়তে হতে পারে তা হয়তো কল্পনাও করতে পারেননি বিরাট। ১৭ বলে নারিন ৫০ রানের এক বিধ্বংশি ইনিংস উপহার দিলেন কোলকাতার দর্শকদের।
তার সাথে রেকর্ডটাও নিজের ঝুলিতে পুরে নিলেন। ১৭ বা তার চাইতে কম বল খেলে দুটি হাফ সেঞ্চুরি করা তিনিই হলেন আইপিএলের প্রথম ব্যাটসম্যান। এর আগেও ব্যাঙ্গালরের বিরুদ্ধে ১৫ বলে ৫০ হাকান নারিণ।
নারিন দুঃস্বপ্ন তাড়া করে বাড়াবে গোটা ব্যাঙ্গালরকে একথা বলায় যায়। যদিও বিরাট ভুলতে চাইবেন এমন একটি ম্যাচকে।
আরও দেখুন: আজকের আইপিএল ম্যাচের নায়ক হতে পারেন সাকিব অথবা রাশিদ
Check Also
অনিশ্চয়তায় পূর্ণ টাইগারদের শ্রীলঙ্কা সফর
Bangladesh VS Srilanka 2020: বাংলাদেশ দলের শ্রীলঙ্কা যাওয়ার সম্ভাব্য তারিখ ৭ থেকে ১০ সেপ্টেম্বর। তবে …