সবার খবর, ওয়েব ডেস্ক: ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নিতা আম্বানি সম্পর্কে সবাই জানেন। তার এত পরিমাণ সম্পদ আছে যে কেউই অনুমান করতে পারেন না সঠিক ভাবে। মিডিয়াতে তার সম্পদ এবং গ্ল্যামারস লাইফ স্টাইল নিয়েই বেশি আলোচনা হয়ে থাকে। আজ আমরা আপনাকে মুকেশ আম্বানির স্ত্রী নিতা অম্বানির কিছু বিশেষ সখ সম্পর্কে বলতে চলেছি, যা সাধারণ মানুষ কেবল স্বপ্নেই কল্পনা করতে পারেন।
একটি ফ্যাশন ওয়েবসাইট দাবি করেছে যে, নিতা অম্বানি ৪০ লাখ টাকা দামের শাড়ি পরেন। এই শাড়িটির নাম ‘বিয়ে পাতু’। এই শাড়িটি তৈরি করতে ৩৬ জন কারিগরের এক বছর সময় লাগে। শাড়িটির বিশেষ বৈষ্ট্যের কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম লিপিবদ্ধ করা হয়। এই শাড়িটির ওজন প্রায় ৮ কিলোগ্রাম।
সম্প্রতি, নিতা আম্বানির জন্মদিনে তার স্বামী মুখেশ আম্বানি তাকে একটি ব্যক্তিগত জেট উপহার দিয়েছেন। যাতে সমস্ত আধুনিক ও রাজকীয় সুবিধা বিদ্যমান। জেটটির দাম ছিল ৩৯০ কোটি টাকা। একটি প্রতিবেদন অনুযায়ী, নিতা আম্বানির ব্যবহৃত ফোনটি ৩১২ কোটি টাকা মূল্যের, তার দিন শুরু হয় সোনার কাপে চায়ে চুমুক দিয়ে। নিতা অম্বানির দ্বারা ব্যবহৃত হ্যান্ডব্যাগটি বিদেশি সংস্থা বার্কিনের তৈরি। যার মূল্য প্রায় ১৩ লক্ষ টাকার কাছাকাছি। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে নিতা আম্বানির লিপিস্টিকের দাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই লিপিস্টিকের দাম প্রায় ৩৯ লাখ টাকা বলে দাবি করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে। এই টাকা দিয়ে ভারতবর্ষে দুটি ফ্ল্যাট খুব সহজেই কেনা যাবে।
সোসসোআপনাদের মতামত কি?
Source- www.dastaktimes.org/नीता-अंबानी-की-लिपस्टिक-क/
Read More: হাজারও লোক তামাশা দেখছিলেন কিন্তু এক যুবক এসে বাঁচালেন নদীতে ডুবন্ত এক তরুণীকে
Home / বিবিধ / ফ্যাশন / নিতা আম্বানির লিপিস্টিকের দাম শুনলে অবাক হয়ে যাবেন, এই টাকা দিয়ে কেনা যাবে দুটি ফ্ল্যাট
Check Also
ভাঙা ঘরে বাস! দুবেলা খাবার জুটতো না! সে আজ জেলাশাসক
সবার খবর, ওয়েব ডেস্ক:‘কষ্ট করলে কেষ্ট মেলে’ লোকমুখে প্রচলিত একটি বাক্য। কিন্তু কথাটি শতভাগ সত্য …